লকডাউনের সমালোচনা করা সনিয়াকে তীব্র কটাক্ষ বিজেপি সভাপতির

লকডাউনের সমালোচনা করা সনিয়াকে তীব্র কটাক্ষ বিজেপি সভাপতির

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশ জুড়ে জারি লকডাউন পরিস্থিতি। বৃহস্পতিবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে 'অপরিকল্পিত' আখ্যা দেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। আর তার জেরেই পাল্টা জবাব দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 'তুচ্ছ রাজনীতি' বলে ব্যাখ্যা করলেন সনিয়ার মন্তব্যকে।

রাজনীতি ভুলে একযোগে লড়াই করার পরিস্থিতি তৈরি হয়েছে, অন্তত এমনটাই মনে করছে জনসাধারণ। কেন্দ্রের লকডাউন জারি করার সিদ্ধান্ত মেনে নিয়েছে গোটা দেশ। এই অবস্থায় বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া গান্ধী মন্তব্য করেছেন, 'লকডাউন জারি করার প্রয়োজন থাকতে পারে। কিন্তু যেভাবে তা জারি হয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে, তাতে আমজনতা ঘোরতর সমস্যায় পড়েছে। তাতে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ঘোর সংকটে পড়েছেন।'  লক ডাউন নিয়ে সরকারের সমালোচনার পাল্টা জবাব দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, 'আজ গোটা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য লড়াই করছে। ১৩০ কোটির দেশ ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাসের মোকাবিলা করছে। এই পরিস্থিতিতে সনিয়া গান্ধী বলেছেন, কোনও পূর্বপরিকল্পনা ছাড়াই লক ডাউন জারি হয়েছে দেশে। এটা তুচ্ছ রাজনীতির প্রমাণ দেয়।' এছাড়াও সনিয়া গান্ধীর বক্তব্যকে অসংবেদনশীল ও নিন্দনীয় আখ্যা দেন তিনি। বিজেপি সভাপতি বলেন, 'যখন সারা দেশ এক হয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, এই সময়ে তুচ্ছ রাজনীতির বশবর্তী না হয়ে দেশের কথা ভেবে আমাদের সবার কাজ করা উচিত।'

সনিয়া গান্ধীর বক্তব্যের কড়া সমালোচনা করতে শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে ১৩০ কোটি দেশবাসী একত্রিত হয়েছে। কংগ্রেস তুচ্ছ রাজনীতি করছে।' তাছাড়া এই পরিস্থিতিতে যে জাতীয় স্বার্থের কথা মাথায় রাখা সবার আগে প্রয়োজন, সেই কথাও বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =