নিওয়ারি: দেশের পবিত্র শহরগুলিকে অপবিত্র করছে মদ। আর তাই মদ বিক্রি নিষিদ্ধ করা হোক এই দাবি তুলে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করছেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ উমা ভারতী। সম্প্রতি তিনি মদ বিক্রি নিষিদ্ধ করতে নিজের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। আর সেই বিক্ষোভ প্রদর্শন আরও জোরদার করতে এবার মদের দোকান লক্ষ্য করে উমা ভারতী ছুঁড়লেন গোবর। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি মদের দোকানকে লক্ষ্য করে এক তাল গোবর ছুড়তে দেখা গেছে জনপ্রিয় এই রাজনীতিবিদ তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আর এই ভিডিও ভাইরাল হতেই ফের চর্চায় উমা।
জানা যাচ্ছে মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার ওর্চা এলাকার একটি মদের দোকানের সামনেই কাণ্ড ঘটিয়েছেন বিজেপি নেত্রী ভারতী। তিনি নিজেই আবার টুইটারে সেই ভিডিওটি শেয়ার করেছেন এবং তার ব্যাখ্যা স্বরূপ লিখেছেন, ওই এলাকায় অবৈধভাবে একাধিক মদের দোকান তৈরি করা হচ্ছে। অন্যদিকে ওর্চা একটি পবিত্র শহর। আর সেই পবিত্র শহরে এমন মদের দোকান খোলা কার্যত অপরাধ বলে দাবি তার। মূলত সেই কারণেই তিনি ওই দোকানটিকে লক্ষ্য করে গোবর ছুড়েছেন বলে জানিয়েছেন। যদিও মধ্যপ্রদেশ পুলিশের দাবি, যে দোকান থেকে লক্ষ্য করে বিজেপি নেত্রী গোবর ছুঁড়েছেন সেটি মোটেও অবৈধ নয়। যে স্থানে দোকানের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেই সেটি তৈরি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য মধ্যপ্রদেশের রাজধানীর ভোপাল থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত ওর্চা নামের এই শহরটির রাম রাজা মন্দিরের জন্য বিখ্যাত। সারা বছর কয়েক লক্ষ পুণ্যার্থী এখানে এই মন্দির দর্শন করতে আসেন। তাই এমন পবিত্র স্থানে মদের দোকান মেনে নেওয়া যায় না বলে দাবি করেছেন উমা ভারতী। তবে বিজেপি নেত্রী একা নয় এর আগেও বহু রাজনীতিবিদ ঐ এলাকায় মদের দোকান বন্ধ করার দাবি তুলে প্রশাসনকে চিঠি লেখেন। কিন্তু তারপরেও এই ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সম্প্রতি নিজের দলের ওপরই ব্যাপক ক্ষেপেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, মদের দোকানে গোবর ছুড়ে তিনি আসলে দোকানটি শুদ্ধিকরণ করছিলেন। তাঁর বক্তব্য, যে শহরে রাম রাজার মন্দির রয়েছে সেখানে এভাবে প্রকাশ্যে মদের দোকান খোলা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তারই প্রতিবাদ স্বরূপ উমার এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।