অদূরেই রাষ্ট্রপতি নির্বাচন, কী ভাবে হয় নির্বাচন, কারা ভোট দেন?

অদূরেই রাষ্ট্রপতি নির্বাচন, কী ভাবে হয় নির্বাচন, কারা ভোট দেন?

f68bf9b2faa16d5c5f2c99ccba340ace

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে৷ আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন৷ তার আগে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠক সেরেছেন বিরোধীরা৷ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে এনডিএ জোটেও৷ ভারতের প্রথম নারগরিক হলেন রাষ্ট্রপতি৷ মার্কিন প্রেসিডেন্টের মতো ক্ষমতাশালী শাসক না হলেও তিনি কেন্দ্রের শাসন বিভাগের প্রধান৷ তিনিই সার্বভৌমিক গণতান্ত্রিক ভারতবর্ষের সর্বপ্রধান কার্যনির্বাহক বা শাসনকর্তা৷ কিন্তু কী ভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে? কারা ভোটদান করে থাকেন? 

আরও পড়ুন- পশু চিকিৎসককে ডেকে এনে অপহরণ, পরে গ্রামের মেয়ের সঙ্গেই জোর করে বিয়ে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের অধিকার রয়েছে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির বিধানসভার সদস্যদের৷ তবে রাজ্যসভার ২৪৫ সদস্যের মধ্যে মাত্র ২৩৩ জন সাংসদ ভোট দিতে পারেন। তবে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভেঙে দেওয়ায় কাশ্মীর কোটার চারটি রাজ্যসভার আসনও খালি পড়ে রয়েছে৷ ফলে ভোট দেবেন রাজ্যসভার ২২৯ জন সাংসদ সদস্য৷ তবে ভোটাভুটিতে অংশ নেবেন লোকসভার ৫৪৩ জন সদস্যই৷ এছাড়াও সমস্ত রাজ্যের মোট ৪ হাজার ৩৩ জন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন৷ 

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮০৯ জন৷ তবে ভোটারদের ভোটের মূল্য ভিন্ন৷ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যদের ভোটের মূল্য ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১৷ প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য এর অর্ধেকের চেয়ে বেশি ভোট প্রয়োজন৷ প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে৷ 

এবার দেখে নেওয়া যাক বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-র হাতে কতগুলি ভোট রয়েছে৷ এনডিএ-তে রয়েছে জেডিইউ, এআইএডিএমকে, আপনা দল (সোনেলাল), এলজেপি, এনপিপি, নিষাদ পার্টি, এনপিএফ, এমএনএফ, এআইএনআর কংগ্রেসের মতো ২০টি ছোট ছোট দল৷ এনডিএ-র মোট ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১ ভোটের মধ্যে প্রায় ৫ লক্ষ ৩৫ হাজার ভোট রয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জয়ী করতে হলে আরও ১৩ হাজার ভোটের প্রয়োজন৷ সব মিলিয়ে বিজেপি এবং তার জোটসঙ্গীদের হাতে মোট ভোটের প্রায় ৪৮ শতাংশ রয়েছে।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের হাতে রয়েছে ৫৯ হাজার ৮৯২টি ভোট৷ এই জোটে রয়েছে শিবসেনা, ডিএমকে, আরজেডি, এনসিপি’র মতো দলগুলি৷ অন্যান্য আঞ্চলিক দল যেমন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ওয়াইএসআর, টিআরএস, বিজেডি, আম আদমি পার্টি সহ বাম দলগুলি৷ অর্থাৎ বিরোধী দল একত্র হলে তাদের ভোট হবে ৫১ শতাংশ। ফলে এনডিএ-কে প্রতিদ্বন্দ্বিতা দিতে প্রস্তুত বিরোধী দলগুলো।

সংবিধানের ৫৮নং ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যােগ্যতা সম্পর্কে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিম্নলিখিত যােগ্যতার অধিকারী হতেই হয়। যেমন-

* ভারতের নাগরিক হতে হবে।
* কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে।
* লোকসভার সদস্য (সাংসদ) হওয়ার যােগ্যতাসম্পন্ন হতে হবে।
* কেন্দ্র ও রাজ্য আইনসভার কোনও সদস্যপদে থাকতে পারবেন না।
* কোনও রকম সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।
* রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ৫০ জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং ৫০ জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতেই হবে।
* প্রত্যেক প্রার্থীর মনােনয়নপত্র জমা দেওয়ার সময় ফি-বাবদ ১৫,০০০ টাকা জামানত হিসেবে দিতে হয়।