নয়াদিল্লি: ক্যানসার। নামটা শুনলেই যেন রাতের ঘুম উড়ে যায়। এই রোগকে ভয় পান না এমন মানুষ নেই। ২০২২ সালে দাঁড়িয়ে অনেক রোগের অনেক ওষুধ বেরোলেও ক্যানসার নিয়ে খুব একটা আশাবাদী এখনও হওয়া যায়নি। যদিও বিজ্ঞানীরা এই রোগের ওষুধ বের করতে বদ্ধপরিকর হয়ে উঠেছে। তবে একটা বড় খবর হল, এক বিশেষ ধরণের ক্যানসার আটকানোর টিকা তৈরি হয়েছে ভারতেই। টিকা নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
আরও পড়ুন- এক ওষুধেই গায়েব ক্যানসার! যুদ্ধজয়ের পথে বিজ্ঞানীরা
মূলত মহিলাদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায় ‘সেরভিক্যাল ক্যানসার’। জরায়ুর একেবারে শেষ প্রান্তের ক্যানসার এটি। প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রেই এই ক্যানসারের পিছনে ভূমিকা থাকে ‘হিউম্যান পাপিলোমাভাইরাস’-এর। একে আটকানো গেলেই এই ক্যানসার আটকানো প্রায় সম্ভব। আর এই ভাইরাসকে বাগে আনতেই সিরাম তৈরি করে ফেলেছে এই টিকা। সূত্রের খবর, টিকা তৈরির কাজ সদ্যই শেষ হয়েছে। এমনকি সম্প্রতি সিরাম ইনস্টিটিউটের এই টিকাটিকে অনুমোদন দিয়ে দিয়েছে ড্রাগ কন্টোলার জেনারেল অফ ইন্ডিয়া। সিরাম দাবি করেছে, এই টিকার কারণে ‘সেরভিক্যাল ক্যানসার’-এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ শক্তি প্রায় হাজার গুণ বাড়ছে। এই খবর দেশের বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষের কাছে যথেষ্ট আশার বার্তা বহন করে।
তবে কারা পাবেন এই টিকা? পরিসংখ্যান বলছে, ১৫ বছর থেকে ৪৪ বছরের মধ্যে থাকা মহিলাদের মধ্যে যত ধরনের ক্যানসার হয়, তার মধ্যে এই ক্যানসার দ্বিতীয়। তাই ৯ বছর থেকে ২৬ বছরের মধ্যে যাদের বয়স, তাদের এই টিকা দেওয়া হবে। গত ৮ জুন এই টিকার তিন পর্যায়ের পরীক্ষার মধ্যে দ্বিতীয় পর্যায়টি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই অনুমান, খুব তাড়াতাড়ি এই টিকা বাজারে চলে আসবে।