খোঁজ মিলছে নূপুর শর্মার, বিজেপি নেত্রীর নাগাল পেতে বিপাকে মুম্বই পুলিশ

খোঁজ মিলছে নূপুর শর্মার, বিজেপি নেত্রীর নাগাল পেতে বিপাকে মুম্বই পুলিশ

মুম্বই: গেরুয়া বাহিনীর বিতর্কিত নেত্রী নুপুর শর্মা নাকি নিখোঁজ। চারদিন ধরে খোঁজ মিলছে না তাঁর। মুম্বই পুলিশ সূত্রে খবর এমনই। জানা যাচ্ছে, সম্প্রতি নুপুর শর্মার কাছে মামলার সমনের কাগজ দিতে গিয়েছিল মুম্বই পুলিশের একটি দল। কিন্তু গত চারদিন ধরে হাজার খোঁজার পরেও বহিষ্কৃত এই বিজেপি নেত্রীর কোনও খবর পাওয়া যায়নি। মুম্বই পুলিশের একাংশের মত, দিল্লি পুলিশের সহায়তায় গা-ঢাকা দিয়েছেন নুপুর শর্মা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীও একই দাবি করেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় নুপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় তাঁর বিরুদ্ধে একটি সমন জারি করা হয়েছে। প্রথমে ই-মেইলের মাধ্যমে সেই সমনের কপি নূপুরের কাছে পাঠানো হয়। কিন্তু তাতেও বহিস্কৃত এই বিজেপি নেত্রী থানায় এসে হাজিরা না দেওয়ায় নিয়মমাফিক সমনের কাগজ তুলে দিতে দিল্লি পৌঁছায় মুম্বই পুলিশের একটি বিশেষ দল। কিন্তু চারদিন ধরে নুপুর শর্মাকে খোঁজার পরেও তারা এখনও পর্যন্ত সেই সমনের কাগজ নুপুর শর্মাকে হস্তান্তর করতে পারেনি বলে খবর।

এই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল জানিয়েছেন, নূপুরের হাতে সমনের কাগজ তুলে দিতে কার্যত অসহযোগিতা করেছে দিল্লি পুলিশ। মহারাষ্ট্র পুলিশ বহু চেষ্টার পরেও তাই বিতর্কিত এই বিজেপি নেত্রীর কোনও খোঁজ পাইনি।

উল্লেখ্য হজরত মহম্মদকে নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে এসে বিতর্কিত মন্তব্য করায় নুপুর শর্মাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। একইভাবে মহারাষ্ট্রের পাইধনি থানাতেও রাজা অ্যাকাডেমি নামের একটি সংস্থার তরফ থেকে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার সমনের কাগজ নুপুরের হাতে তুলে দিতেই দিল্লি গিয়েছেন মহারাষ্ট্র পুলিশের একটি বিশেষ দল। কিন্তু এখনো পর্যন্ত নূপুরের কোনও খোঁজ না মেলায় সেই সমনের কাগজ হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =