বেঙ্গালুরু: নেপালের ভূমিকম্পের ক্ষত এখনও দগদগে। সেই ক্ষত মেরামতের আগেই ফের ভয়ঙ্কর বার্তা ভূ-বিজ্ঞানীদের। হিমালয়কে ঘিরে নতুন করে চোখ রাঙাচ্ছে ভূমিকম্পের আশঙ্কা। এবং তা এতটাই শক্তিশালী হবে যে নেপালসহ ভারতের একটা বড় অংশ কার্যত ধুলিসাৎ হয়ে যাবে। সম্পূর্ণ তছনছ হয়ে যাবে হিমালয়ের পাদদেশের ভৌগোলিক ভারসাম্য। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা হতে পারে ৮.৫। ভূবিজ্ঞানী সিপি রাজেন্দ্রনের নেতৃত্বাধীন গবেষকদলের এই আশঙ্কার সঙ্গে সহমত পোষণ করেছেন আমেরিকার ভূপদার্থবিদ রোগার বিলহামও। তাঁর মন্তব্য, অদূর ভবিষ্যতে একটা শক্তিশালী ভূমিকম্প যে হিমালয়ের পাদদেশকে জোর ধাক্কা দিতে চলেছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই। ভারতীয় গবেষকদের সতর্কবার্তাকে পূর্ণ সমর্থনও করেছেন তিনি।
শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা গবেষকদের, কম্পনের মাত্রা হতে পারে ৮.৫
বেঙ্গালুরু: নেপালের ভূমিকম্পের ক্ষত এখনও দগদগে। সেই ক্ষত মেরামতের আগেই ফের ভয়ঙ্কর বার্তা ভূ-বিজ্ঞানীদের। হিমালয়কে ঘিরে নতুন করে চোখ রাঙাচ্ছে ভূমিকম্পের আশঙ্কা। এবং তা এতটাই শক্তিশালী হবে যে নেপালসহ ভারতের একটা বড় অংশ কার্যত ধুলিসাৎ হয়ে যাবে। সম্পূর্ণ তছনছ হয়ে যাবে হিমালয়ের পাদদেশের ভৌগোলিক ভারসাম্য। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা হতে পারে ৮.৫। ভূবিজ্ঞানী সিপি রাজেন্দ্রনের