প্রশান্ত কিশোরের হাতে রাজ্যপাট তুলে বাণপ্রস্থে যাবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন দিলীপের

প্রশান্ত কিশোরের হাতে রাজ্যপাট তুলে বাণপ্রস্থে যাবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন দিলীপের

db6f5618d4ddc213124ea5bc143db364

কলকাতা: কে ফেরাবে পরিযায়ী শ্রমিকদের? কে করছে না সহযোগিতা? কে দায়ী এড়িয়ে কার ঘাড়ে চাপাচ্ছে? দেশের খেটে খাওয়া শ্রমিকদের নিয়ে যখন কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে, সরকারি স্তরে যখন ‘শ্রমিক দরদী’ পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই বিতর্ক আরও খানিকটা উস্কে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এবার খোদ মুখ্যমন্ত্রীর সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সংসদ৷ ভোটগুরু প্রশান্তকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ৷

আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীকে পাঠানো স্বাষ্ট্রমন্ত্রীর চিঠি প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী নাটক করলেন, ছবি তুললেন, চাল-ডাল বিতরণ করলেন, লাইন কাটলেন, তারপর তিনি কোথায় গায়েব হয়ে গেলেন? তিনি কী কোয়ারেন্টাইনে গিয়েছেন? তাঁর স্বাস্থ্য কি ঠিক আছে? এটাও আমাদের জানার অধিকার আছে৷ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে চিন্তিত৷ তাঁকে আমরা দেখতে পাচ্ছি না কেন? তাঁর আওয়াজ পাচ্ছি না কেন? এই দুঃসময়ে মানুষ যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, খাবার নেই, হাহাকার করছেন৷ অন্য রাজ্য থেকে বাড়ি ফিরতে চাইছেন, তখন মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ আমি কি প্রশ্ন করতে পারি, তিনি প্রশান্ত কিশোরের হাতে সমস্ত রাজ্যপাট তুলে দিয়ে বাণপ্রস্থ যাবেন এখন?’’

শনিবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তোলেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট সহযোগিতা করছেন পশ্চিমবঙ্গ সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনে বাংলায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷লকডাউন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছেন পরিযায়ী শ্রমিকরা৷ তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এখনও পর্যন্ত ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে কেন্দ্র সাহায্য করেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন অমিত শাহ৷ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে দীর্ঘ দিন ধরে বাংলার শ্রমিকদের বিভিন্ন প্রান্তে আটকে থেকে দুর্দশার মধ্যে পড়েছেন বাড়বে বলেও দাবি শাহের৷

আর এই অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতির ময়দান৷ অভিযোগ মিথ্যা বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে৷ মিথ্যা বলছে অমিত শাহ, সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্র রাজ্যকে কাটাক্ষ করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী৷ তাঁর দাবি, রাজ্য ও কেন্দ্রের অসহযোগিতার কারণে বাংলার শ্রমিকরা আটকে পড়েছেন৷ রাজনীতি ভুলে অবিলম্বে তাঁদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হোক বলেও দাবি জানিয়েছেন অধীর৷ -প্রতীকী ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *