করোনা রুখতে ফের একমঞ্চে সোনিয়া-মমতা, জোটবদ্ধ ১৬ বিরোধী দল

করোনা রুখতে ফের একমঞ্চে সোনিয়া-মমতা, জোটবদ্ধ ১৬ বিরোধী দল

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পর এই প্রথম ফের একমঞ্চে দেখা যেতে চলেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের৷ করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিতে চলেছেন বিরোধী দলের নেতারা৷ মঞ্চে রয়েছেন সোনিয়া থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়৷ রয়েছেন একদা বিজেপির সঙ্গী উদ্ভবও৷

আগামী শুক্রবার দুপুরে সমস্ত বিরোধী দল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে চলেছে৷ প্রতিটি বিরোধীদল তাদের ইস্যুগুলি তুলে ধরবে যৌথমঞ্চে৷ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী দলের বৈঠকে থাকতে পারেন সোনিয়া গান্ধী থেকে শুরু করে অন্য ১৬ বিরোধী দলের নেতা-নেত্রীরা৷  

বিরোধী দলের বৈঠকের বিষয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সমস্ত বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছেন আহমেদ প্যাটেল৷ এই বৈঠকে সোনিয়া গান্ধী নিজে উপস্থিত থাকতে পারেন৷ শরৎ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিনের মতো নেতারা থাকতে পারেন বলে সূত্রের খবর৷ থাকবেন বাম নেতারাও৷

এছাড়াও অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বৈঠকে অংশ নিতে পারেন বলে মনে করা হচ্ছে৷ মূলত করোনা পরিস্থিতি মোকাবিলা ও শ্রমিক সমস্যা মেটাতে কী কী করা উচিত, কোথায় সমস্যা? তা মোকাবেলা করতে বিরোধী দলগুলি এক মঞ্চ থেকে বৈঠক করতে পারেন৷

এর আগে ঠিক একইভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছিল বিরোধী দলগুলি৷ তৃণমূলের ডাকে লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিরোধীদের মহা-সমাবেশ হয়েছিল৷ কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বিরোধী শিবিরের ঐক্য৷ লোকসভা ভোটের পর করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় আরও এক দফায় জোট বাঁধছেন বিরোধী দলের বিরোধীরা৷

আরও আপডেট পেতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *