ভয়াবহ! ১৩ হাজারের গন্ডি পার করল দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা

ভয়াবহ! ১৩ হাজারের গন্ডি পার করল দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা

নয়াদিল্লি: দীর্ঘ চার মাস পর করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা উস্কে ফের ১৩ হাজারের গণ্ডি পার করল দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা রিপোর্ট অনুযায়ী, গত একদিন দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২১৬ জন। প্রায় ১১৩ দিন পর দেশে ফের দৈনিক সংক্রমণ  ১৩ হাজারের রেকর্ড গড়ল। তবে শুধুমাত্র করোনার দৈনিক সংক্রমণই নয়, দেশজুড়ে করোনার অ্যাক্টিভ গ্যাসের সংখ্যাও রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই দেশের অ্যাক্টিভ কেস ৭০ হাজারের কাছাকাছি পৌঁছেছে বলে খবর। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের অ্যাক্টিভ কেস দাঁড়িয়ে রয়েছে ৬৮ হাজার ১০৮ এ।

অন্যদিকে রবিবার সকালের রিপোর্ট জানান দিচ্ছে দেশে গত একদিনে করোনার বলি হয়েছেন আরও ২৩ জন। মৃত এই ২৩ জনের মধ্যে ১৩ জন কেরলের বাসিন্দা, তিনজন মহারাষ্ট্রের বাসিন্দা, দুজন কর্নাটকের বাসিন্দা এবং দিল্লি, মেঘালয়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে একজন করে করোনার বলি হয়েছেন গত ২৪ ঘন্টায়। এই মুহূর্তে দেশের করোনার মৃত্যুর হার দাঁড়িয়ে রয়েছে ১.২১ শতাংশে।

অন্যদিকে করোনার মৃত্যুর হারের পাশাপাশি এদিন করোনার দৈনিক পজিটিভিটি রেট এবং সাপ্তাহিক পজিটিভিটি রেটও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে খবর। কেন্দ্রের হিসাব অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত দেশের দৈনিক পজিটিভিটি রেট বের হয়েছে ২.৭৩ শতাংশ, এবং সাপ্তাহিক পজিটিভিটি রেটের হার ২.৪৭ শতাংশ। এর সঙ্গেই জানা যাচ্ছে গত একদিনে দেশের অ্যাক্টিভ কেসের হারও ০.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

এর সঙ্গেই জানা যাচ্ছে দেশের দৈনিক সুস্থতার হার এদিন কমে দাঁড়িয়ে রয়েছে ৯৮.৬৩ তে।  পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৩৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৮ হাজার ৫১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *