ওয়াশিংটন: দীর্ঘদিন মহাকাশে কাটানোর ফল। পৃথিবীর মাটিতে হাঁটার অভ্যাসই হারিয়ে ফেলেছেন নাসার মহাকাশচারী ড্রিউ ফিইউস্টেল। শক্ত মাটিতে হাঁটতে গিয়ে প্রতিপদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সহকর্মীদের দৌলতে ভাইরাল হল সেই ভিডিও। জানা গেছে, ১৯৭ দিন মহাশূন্যে থেকেছেন তিনি। ভারহীন অবস্থায় ভেসে ভেসে মহাকাশ স্টেশনেই মধ্যেই দিনের পর দিন কাটিয়েছেন। পৃথিবীতে ফিরেও একজন মহাকাশচারীকে প্রথমদিকে কত সমস্যার দিয়ে যেতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে ভিডিওটির মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে কিছুতেই তাল সামলাতে পারছেন না তিনি। ফিউস্টেলের ভিডিওটি এখন টুইটারে ভাইরাল ও ট্রেন্ডিং। নাসা থেকে ৩ মহাকাশচারী গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ‘সোয়োজ এমএস-০৯’ মহাকাশযানে গিয়েছিলেন তারা। প্রায় ২০০ দিন মহাকাশে কাটিয়ে ফিরেছেন তারা।
Welcome home #SoyuzMS09 ! On October 5th this is what I looked like walking heel-toe eyes closed after 197 days on @Space_Station during the Field Test experiment…I hope the newly returned crew feels a lot better. Video credit @IndiraFeustel pic.twitter.com/KsFuJgoYXh
— A.J. (Drew) Feustel (@Astro_Feustel) December 20, 2018