রাজ্যসভা ভোটের আগে মোদি গড়ে ধাক্কা কংগ্রেসের, ইস্তফা আরও ২ বিধায়কের

রাজ্যসভা ভোটের আগে মোদি গড়ে ধাক্কা কংগ্রেসের, ইস্তফা আরও ২ বিধায়কের

জয়পুর:  আগামী ১৯ জুন গুজরাতের চারটি রাজ্যসভা আসনে নির্বাচনের আগে ফের ধাক্কা খেল কংগ্রেস৷ হাই কমান্ডের উদ্বেগ বাড়িয়ে ইস্তফা দিলেন রাজ্যের আরও ২ কংগ্রেস বিধায়ক৷ ফলে এ রাজ্যে কংগ্রেসের পক্ষে একটির বেশি অসনে জেতা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল৷

গুজরাতে একটি রাজ্যসভা আসন জিততে প্রার্থীপিছু ৩৪ জন বিধায়কের সমর্থন লাগে। রাজ্যের ১৮২ আসনের বিধানসভায় ১০৩ জন বিজেপি বিধায়ক আছেন৷ ফলে অন্তত ২টি আসনে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত৷ তৃতীয় আসনে আবার প্রাক্তন কংগ্রেস নেতা নরহরি আমিনকে প্রার্থী করছে বিজেপি৷ ফলে ওই আসনেও হাড্ডাহাড্ডি লড়াই হবে৷ তবে এই সমীকরণে ৪টি আসনের মধ্যে একটি আসন নিশ্চিতভাবেই পাচ্ছে কংগ্রেস৷ তবে আরও একটি আসন বার করতে রীতি মতো কালঘাম ছুটবে শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলের৷ 

বৃহস্পতিবার গুজরাত বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদী জানান, দুই কংগ্রেস বিধায়ক অক্ষয় প্যাটেল এবং জিতু চৌধুরী ইস্তফাপত্র জমা দিয়েছেন৷ তাঁদের পদত্যাগপত্র স্বীকার করা হয়েছে৷ গত মার্চ মাসে দলের আরও ৪ বিধায়ক ইস্তফা দিয়েছিলেন। জিতু চৌধুরী আর অক্ষয় প্যাটেলের ইস্তফা ধরলে মোট ৬ বিধায়ককে হারিয়েছে কংগ্রেস। এই হিসেবে দলের মোট বিধায়ক সংখ্যা এখন ৬৬৷  
বিজেপি সূত্রে খবর, নরহরি আমিন ছাড়াও, বাকি দুটি আসনে তাদের প্রার্থী অভয় ভরদ্বাজ এবং রামিলাবেন বোরা৷ পাল্টা কংগ্রেসের দুই প্রার্থী হলেন শক্তিসিং গোহিল আর ভারতসিং সোলাঙ্কি।

জানা গিয়েছে, গুজরাতে প্রবল বিজেপি-বিরোধী মুখ শক্তিসিং গোহিলকে জেতাতে পুরদস্তুর ঝাঁপাবে কংগ্রেস। সেক্ষেত্রে ভরতসিং-এর আসনটা সরু সুতর ওপর ঝুলছে। আবার গুজরাতে কংগ্রেসের জোট সঙ্গী এনসিপির এক জন বিধায়ক হলেন খন্ডাল জাদেজা। তিনি ভোটে কী কৌশল নেবেন, সেটাও এখনও স্পষ্ট নয়৷ এদিকে, বিজেপি’র বিরুদ্ধে টাকা দিয়ে দল ভাঙানোর অভিযোগ এনেছে কংগ্রেস৷ প্রবীণ কংগ্রেস নেতা রাজীব সাতব বলেন, ‘‘ করোনা মোকাবিলায় যে রাজ্যগুলির সব থেকে খারাপ পারফরম্যান্স রয়েছে, তার মধ্যে অন্যতম গুজরাত৷ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের চেষ্টা না করে, মানুষের পাশে না দাঁড়িয়ে তারা বিধায়ক কেনাবেচায় মন দিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 10 =