বিশাখাপত্তনম: পৃথিবীতে মা শব্দটা খুব ছোট্ট হলেও এর অর্থ সুগভীর৷ মায়ের স্নেহ, মায়া, মমতা ভালোবাসার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের কোনও কিছুর তুলনা হয় না৷ মা শব্দটি শুধু মনুষ্য জীবনেই নয়, পশু-পাখিদের কাছেও মা শব্দের বিকল্প নেই৷ সন্তানের জন্য তার মা যেন এ জগতের ত্রাতা৷ তারই প্রমাণ মিলল আরও একবার৷ নিজের যাবতীয় ক্ষমতা দিয়ে খুদে সন্তানদের রক্ষা করল এক মা মুরগি৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বৃষ্টির জলে ক্রমাগত ভিজছিল ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলি৷ জল থেকে তাদের বাঁচাতে নিজের ডানা মেলে ধরল মা মুরগি৷ জীবন্ত ছাতা হয়ে সন্তানদের রক্ষা করল সে৷ আর মায়ের গা ঘেঁষে গুটিসুটি দিয়ে রক্ষে পেল ছানাগুলি৷ এ যেন মাতৃস্নেহের এক প্রকৃত দৃষ্টান্ত৷
নিজে ক্রমাগত ভিজে চলেছে সে৷ কিন্তু ছানাদের গায়ে যেন জল না লাগে৷ সেই চেষ্টাই চালিয়ে গিয়েছে মা মুরগিটি৷ বৃষ্টিতে তার পালক ভিজে উঠেছে, তবুও সন্তানদের মাথায় উপর থেকে আচ্ছাদন সরায়নি৷ ছানাদের উষ্ণ, শুষ্ক এবং আরামে রাখার চেষ্টা চালিয়ে গিয়েছে। এই হৃদয়স্পর্শী ফুটেজ নেওয়া ব্যক্তি জানান, স্থানীয় এক মাছ বাজারে বৃষ্টির মধ্যে এই ভিডিয়োটি তোলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘আমরা প্রকৃতির মধ্যেই মায়ের ভালবাসার সাক্ষী হতে পারলাম।” মা মুরগির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি৷ এক ইউজার লিখেছেন, “সম্ভবত একদিন তারা বুঝতে পারবে তাদের জন্য বেঁচে থাকার জন্য স্বেচ্ছায় কত ত্যাগ স্বীকার করেছিল তাদের মা৷’’ অপর একজন লিখেছেন, ‘‘ওরা খুব সুন্দর৷ আশা করি ওই মুগির মালিক যেন ওদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়৷ যাতে ওয়া শান্তিতে থাকতে পারে৷’’
বিজ্ঞান বলছে, মুরগির ছানাগুলো যখন অস্বস্তিতে পড়ে তখন তাদের শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়৷ এর অর্থ তাদেরও অনুভূতি রয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>