রবিবায় সূর্যগ্রহণ, কখন দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?

আগামী রবিবার আংশিক সূর্যগ্রহণ৷ রাশিয়া, থাইল্যান্ড, চিন, জাপান সহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে দেখা যাবে গ্রহণ৷ পৃথিবীর সমস্ত এলাকা থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না৷ এশিয়ার একাধিক দেশ থেকে আগামী রবিবারের এই গ্রহণ দেখা গেলেও ভারতে তা দেখা যাবে না৷ আগামী রবিবার, পূর্ব এশিয়ার চাঁদের ছায়ার চিনে চলে যাবে৷ দিনের আকাশে তারা দেখা

রবিবায় সূর্যগ্রহণ, কখন দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?

আগামী রবিবার আংশিক সূর্যগ্রহণ৷ রাশিয়া, থাইল্যান্ড, চিন, জাপান সহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে দেখা যাবে গ্রহণ৷ পৃথিবীর সমস্ত এলাকা থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না৷ এশিয়ার একাধিক দেশ থেকে আগামী রবিবারের এই গ্রহণ দেখা গেলেও ভারতে তা দেখা যাবে না৷

আগামী রবিবার, পূর্ব এশিয়ার চাঁদের ছায়ার চিনে চলে যাবে৷ দিনের আকাশে তারা দেখা গেলেও এই গ্রহণের সময় পূর্ণগ্রাস গ্রহণের মতো সূর্য সম্পূর্ণভাবে চাঁদের পিছনে চলে যাবে না৷ গ্রহণের সময় সূর্যের সর্বোচ্চ ৪০ শতাংশ চাঁদের পিছনে চলে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =