মাইসুরু: যোগা আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি এবং সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজ অর্থাত ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবসের দিন প্রায় ১৫ হাজার মানুষের সঙ্গে একই মঞ্চে যোগাভ্যাস করে দেশবাসীকে যোগব্যায়াম নিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে মোদী রয়েছেন দক্ষিণের রাজ্য কর্ণাটকে। মঙ্গলবার সকালে কর্নাটকের মাইসুরুতে আয়ুষ মন্ত্রক দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং আয়ুস মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে একগুচ্ছ বার্তা দিতে দেখা গেল দেশবাসীকে।
মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যোগাভ্যাস সমগ্র মানবজাতির জন্য প্রয়োজনীয়। তাই এবারের বিশ্ব যোগা দিবস ‘মানবতার স্বার্থে যোগ’ এই মন্ত্রে অনুপ্রাণিত। আমি রাষ্ট্রপুঞ্জ এবং গোটা বিশ্বের সকলকে যোগা দিবস উদযাপন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। দিনের শুরুটা যদি যোগাভ্যাসের মাধ্যমে হয় তাহলে বাকি দিনটা খুবই ভালো কাটে। তাই অনেকেই কাজের ফাঁকে সময় বের করে, এমনকি অফিসে গিয়েও যোগা করেন। যোগাভ্যাস বিশ্বে শান্তি নিয়ে এসেছে। তবে এখনও যোগব্যায়াম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। আর তাই তিনি বলেন, ‘ভারত যখন স্বাধীনতার ৭৫তম বছর পালন করছে ঠিক সেই সময়ই আমরা বিশ্ব যোগ দিবস পালন করছি। করোনার কারণে বিগত দুবছর এইভাবে যোগ ব্যায়াম করা সম্ভব হয়নি। কিন্তু যোগ দিবসের এই ব্যাপকতা এই স্বীকৃতি ভারতের সেই অমৃতচেতনার গ্রহণযোগ্যতা যা ভারতকে স্বাধীনতা সংগ্রামের শক্তি দিয়েছে।’
উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান মাইসুরু প্যালেস গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে প্রধানমন্ত্রী ছাড়াও এদিন ওই প্যালেস গ্রাউন্ডে ১৫ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতডের জন্য কিছুক্ষন বক্তব্য রেখেই এদিন প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে প্যালেস গ্রাউন্ডে উপস্থিত সকলের সঙ্গে যোগ ব্যায়াম কর্মসূচিতে অংশ নেন। তবে মাইসুরু ছাড়াও আন্তর্জাতীক যোগা দিবস উপলক্ষে দেশের আরও ৭৫ টি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। এছাড়াও দেশের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী থেকে ভারতীয় সেনার আধিকারিক সকলেই এদিন অংশ নেন আন্তর্জাতীক যোগা দিবসের বিভিন্ন কর্মসূচীতে।