‘অগ্নিপথ’ প্রকল্পের উদ্দেশ্য কী, স্থায়ী বাহিনীতে এর প্রভাব কতখানি

‘অগ্নিপথ’ প্রকল্পের উদ্দেশ্য কী, স্থায়ী বাহিনীতে এর প্রভাব কতখানি

ba3e58b6d38407a4e4365b488d302652

কলকাতা: ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে নিয়োগ করা সেনাদের পোশাকি নাম হবে ‘অগ্নিবীর’। এই প্রকল্পে চার বছরের জন্য নিয়োগ করা হবে৷ প্রথম বছর মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা (বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ)। পরে তা বেড়ে হবে প্রায় ৪৫ হাজার টাকা (চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)। অবসরের সময ‘সেবা নিধি’ প্রকল্পে ১১ থেকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে৷ দেখে নেওয়া যাক ‘অগ্নিবীর’ হওয়ার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন৷ চলতি বছর ৪৬ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে বলে  কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিদ্ধান্ত৷  

 

 

 

 আরও পড়ুন- দুঃসাহসিক অবতরণ! ১৮৫ যাত্রীর জীবন বাঁচিয়ে ‘হিরো’ ক্যাপ্টেন মনিকা খান্না

এই প্রল্পের বৃহত্তর উদ্দেশ্য কী? 
 

*সশস্ত্র সেনাবাহিনীতে তারুণ্যের জোয়ার আনাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য৷ যাতে অগ্নিবীরদের মধ্যে ঝুঁকি নেওয়ার সাহস থাকে ও তাঁরা সর্বশক্তি দিয়ে লড়াই করতে পারে৷  
* এছাড়াও অগ্নিপথ স্বল্প সময়ের জন্য যুব সমাজকে সেনাবাহিনীতে কাজ করার, দেশের সেবা করার একটা সুযোগ এনে দেয়৷ 

এই প্রকল্পের সুবিধাগুলি কী কী? 

•     আমাদের দেশে বৈচিত্রের মধ্যেই রয়েছে ঐক্য৷ এই প্রকল্প নারী-পুরুষ উভয়ের কাছেই সমান সুযোগ এনে দেয়৷ 
•     অগ্নিবীররা প্রশিক্ষণ ও চার বছরের কর্মজীবন থেকে সামরিক শৃঙ্খলা রপ্ত করে৷ এর থেকে তাঁরা সেনাবাহিনীর কাজে অনুপ্রাণিত হবে৷ একই সঙ্গে ফিটনেসও রপ্ত করতে পারবে৷ 
•    সেই সঙ্গে অগ্নিবীররা পাবেন আর্থিক নিশ্চয়তা৷ অবসরে পর তাঁদের জন্য থাকবে বিশেষ আর্থিক প্যাকেজ৷ কর্মরত অবস্থায় কোনও অগ্নিবীর আহত বা নিহত হলে, একজন সেনার সমতুল্য ক্ষতিপূরণ পাবেন তিনি বা তাঁর পরিবার৷ রয়েছে বিমার সুবিধাও৷

 

সশস্ত্রবাহিনীর উপর এর প্রভাব কতখানি? 

এই প্রকল্পের জন্য সশস্ত্রবাহিনীর উপর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করেছে প্রতিরক্ষা মন্ত্রক৷ বরং তরুণ অগ্নিবীররা অনেক বেশি লড়াকু হবে৷ সেনাবাহিনীর সমতুল্য প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদেরও৷ 
 

অগ্নিবীর হওয়ার জন্য কত বয়স হতে হবে? 

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের তরুণরা অগ্নিবীর পদে আবেদন করতে পারবেন৷ 
 

অগ্নিবীররা স্থানী সেনা পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন? 

চার বছর মেয়াদ পার করার পর সেনার চাহিদার ভিত্তিতে নীতি মেনে নিয়ো  অগ্নিবীররা ১০০ শতাংশ আবেদন করতে পারবেন৷ চাকরির মেয়াদকালে পারদর্শিতার বিচার ও মেধার ভিত্তিতে সেই সকল আবেদনগুলি বিবেচনা করে দেখা হবে৷ ২৫ শতাংশ অগ্নিবীরদের স্থায়ী পদে নিযুক্ত করা হবে৷ 
 

অগ্নিপথ প্রকল্প কি মহিলাদের জন্যও চালু করা হবে? 
 

আগামী দিনে মহিলারাও অগ্নিবীর প্রকল্পের হাত ধরে সশস্ত্র বাহিনীতে যোগ দেবে বলে মনে করা হচ্ছে৷