রাষ্ট্রপতি পদে পদ্মত্যাগী তৃণমূল নেতা যশবন্ত সিনহা

রাষ্ট্রপতি পদে পদ্মত্যাগী তৃণমূল নেতা যশবন্ত সিনহা

3c789fbb35152ab6f5566c921f6ef1b3

নয়াদিল্লি: বিরোধী শিবিরের  রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল৷ উঠে আসছিল একাধিক নাম৷ অবশেষে সর্ব সম্মতিক্রমে ১৮টি রাজনৈতিক দল সিলমোহর দিল যশবন্ত সিনহার নামে৷ অর্থাৎ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা৷ এই সিদ্ধান্ত ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সব সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি৷ টুইট করে নিজেই  সে কথা জানান৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘বৃহত্তর জাতীয় স্বার্থ ও শক্তিশালী বিরোধী ঐক্যের লক্ষ্যে ‘ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর আশা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই সিদ্ধান্ত ও পদক্ষেপকে সমর্থন করবেন।

আরও পড়ুন- পতনের মুখে মহারাষ্ট্র সরকার? প্রশ্নের মুখে শিবসেনার ২২ বিধায়কের ভূমিকা

আগামী  ২৭ জুন মনোনয়ন পেশ করবেন যশবন্ত সিনহা। বিরোধী প্রার্থীকে সমর্থন  জানাবে আপ এবং টিআরএস-ও৷ রাজনৈতিক সমীকরণ মিলিয়ে জেতার আশা নিয়েই যশবন্ত সিনহাকে প্রার্থী করা হয়েছে৷ এখনও যশবন্তের সঙ্গে বেশ কিছু বিজেপি নেতার যোগাযোগ রয়েছে৷ বিরোধীরা মনে করছে, বিজেপি’র মধ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহ বিরোধী যে চোরা স্রোত রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারলে রাষ্ট্রপতি নির্বাচনে সমীকরণ পাল্টাতে পারে৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশবন্ত সিনহার নাম সর্বসম্মতিক্রমে উঠে আসার পর সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়্গে বলেন, সবকটি বিরোধী দল মিলে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদ প্রার্থীকে নির্বাচন করেছে৷ আমারা চেয়েছিলাম, যিনি প্রার্থী হবেন, তিনি সংবিধানকে রক্ষা করবেন৷ গণতন্ত্রকে রক্ষা করবে এবং সকলকে সঙ্গে নিয়ে চলবে৷