বুক সমান জলে ডুবেছে ঘর, সদ্যোজাতকে গামলায় শুইয়ে বাড়ি ছাড়লেন পিতা

বুক সমান জলে ডুবেছে ঘর, সদ্যোজাতকে গামলায় শুইয়ে বাড়ি ছাড়লেন পিতা

26b69999f812afa9b07141417a07a6fd

গুয়াহাটি: প্রবল বন্যয় বানভাসী অসম। চারদিকে জল থইথই করছে। নদী, পথঘাট মিলে একাকার। যতদূর চোখ যায় শুধুই জল। কোনটা নদী, কোনটা রাস্তা বোঝা দায়৷ কোথাও হাঁটু সমান জল তো কোথাও আবার গলা পর্যন্ত৷ গত কয়েক দিন ধরে অসমের সর্বত্র একই ছবি৷ এরই মধ্যে উঠে এল এক বুক কাঁপানো এক ছবি৷ 

আরও পড়ুন- রাষ্ট্রপতি পদে পদ্মত্যাগী তৃণমূল নেতা যশবন্ত সিনহা

বন্যার জলে ডুবেছে বাড়ি৷ বুকসমান জল। আসবাব সরানোর সুযোগটুকুও হয়নি। কোনও মতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ছেড়েছে কেউ কেউ৷ এই পরিস্থিতিতে পিতৃদিবস সামনে এল এক হৃদয়বিদারক ছবি৷ ঘর থেকে সদ্যোজাতকে গামলায় শুইয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল বাবা৷ 

শশাঙ্ক চক্রবর্তী নামে এক টুইটার ইউজার এই ভিডিয়োটি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেই ভিডিয়োটি নেটপাড়ায় ভাইরাল। ক্যাপশনে শশাঙ্ক লিখেছেন, ‘শিলচরে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে মন ছুঁয়ে গেল এক টুকরো ছবি। এই দৃশ্য মনে করাল শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে বাসুদেবের যমুনা পার করার সেই দৃশ্যকে৷’ 

প্রসঙ্গত, অসমে ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত ৪৭ লক্ষেরও বেশি মানুষ৷ প্রাণ হারিয়েছেন ৮২ জন৷