‘সুদিন’ শেষ! কমছে বঙ্গ বিজেপির বহু নেতার নিরাপত্তা, বিদ্রোহ রুখতে পদক্ষে?

‘সুদিন’ শেষ! কমছে বঙ্গ বিজেপির বহু নেতার নিরাপত্তা, বিদ্রোহ রুখতে পদক্ষে?

কলকাতা: শাসক তৃণমূলের দেখানো পথে দলবদলে নজির গড়েছে বঙ্গ বিজেপি৷ লোকসভা নির্বাচনে ফলাফল দেখে বহু তৃণমূল নেতা বিজেপিতে লিখিয়েছিলেন নাম৷ দলবদল করে বঙ্গ বিজেপিতে গুরুত্ব পেয়েছেন প্রাক্তন তৃণমূলীদের একাংশ৷ বহু নেতা-নেত্রী রাজ্য কমিটিতে নিজের জায়গা পেয়েছেন৷ হামলার আশঙ্কায় কেন্দ্রীয় সরকারি টাকায় পেয়েছেন নিরাপত্তা৷ কিন্তু, এবার সেই সুদিন প্রায় ফুরিয়ে আসতে চলেছে বঙ্গ বিজেপির বহু নেতার৷

শাসক তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যখন মাঠে-ময়দানে মার থেতে হচ্ছে সাধারণ কর্মীদের, যাচ্ছে প্রাণ, তখন কেন দল বদল করা নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে? ক্ষোভ জমছিল গেরুয়া শিবিরে৷ সেই ক্ষোভের আগুন আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে, সদ্য প্রকাশিত রাজ্য কমিটির তালিকা৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোদের কেন দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে? বঙ্গ বিজেপির অন্দরে প্রশ্ন তুলছেন নিচু তলার কর্মীরা৷ পুরসভা ও বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি সেই নিচু তলার ক্ষোভ মেটাতে এবার পদক্ষেপ নিতে চলেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব৷

দলের নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা পাইয়ে দেওয়া ঘিরে ইতিমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে কর্মী মহলে৷ একদিনে করোনা অন্যদিকে গেরুয়া শিবিরে অন্দরে নিচু তলার বিদ্রোহের জেরে অস্বস্তি ক্রমেই দানা বাঁধছে৷ দলের রাজ্য কমিটির অন্দরে প্রাক্তন তৃণমূলীদের নাম নিয়ে দিল্লির উপর দায় চালিয়ে বঙ্গ নেতারা রেহাই পেয়েছেন বটে, কিন্তু বিবত্তি বেড়েছে নিরাপত্তা৷ কেন দলবদল করা নেতাদের সঙ্গে থাকবে জলপাই রঙা বাহিনী? নিচু তলার অসন্তোষের সদুত্তর দিতে পারছেন না বঙ্গ নেতারা৷

সূত্রের দাবি, দলের অভ্যন্তরীণ চাপে রাজ্য বিজেপির তরফে এই ধরনের কয়েকজন নেতার নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানানো হতে পারে৷ নেতাদের নিরাপত্তার বিষয়টি নতুন করে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে৷ বিষয়টি দেখতে একাধিক কেন্দ্রীয় এজেন্সি কাজ শুরু করেছে বলে খবর৷ সংশ্লিষ্ট নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না, তা মূল্যায়ন করা করারও কাজ দ্রুত শেষ হবে বলে খবর৷ অমিত শাহের আমলে নতুন করে নিরাপত্তা দেওয়ার বিশেষ ছাড়ের সুবিধা কিছুটা হলেও শক্ত হয়েছে৷ কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা জানতে খুব দ্রুত রিভিউ শুরু হতে চলেছে বলে খবর৷ নতুন করে কোনও নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ সরকারের খরচ ও দলের অন্দরে বিদ্রোহ কমাতে বহু বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =