মঙ্গলের বুকে প্রথম লেখা হবে নারী শক্তির জয়গান

ওয়াশিংটন: একজন মহিলাই মঙ্গলের বুকে প্রথম মানুষ হিসেবে পদার্পণ করবেন। নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন সম্প্রতি এই সম্ভাবনার কথা জানিয়েছেন। যদিও ওই মহিলার পরিচয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। জিম বলেন, ‘মহিলা মহাকাশচারীরা নাসার আগামী অভিযানগুলিতে সামনে থেকে নেতৃত্ব দেবেন।’ কয়েকদিন আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি রেডিও টক-শোতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এই তথ্য

087fdfa67d44cf970ab0f9a2bc17e813

মঙ্গলের বুকে প্রথম লেখা হবে নারী শক্তির জয়গান

ওয়াশিংটন: একজন মহিলাই মঙ্গলের বুকে প্রথম মানুষ হিসেবে পদার্পণ করবেন। নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন সম্প্রতি এই সম্ভাবনার কথা জানিয়েছেন। যদিও ওই মহিলার পরিচয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

জিম বলেন, ‘মহিলা মহাকাশচারীরা নাসার আগামী অভিযানগুলিতে সামনে থেকে নেতৃত্ব দেবেন।’ কয়েকদিন আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি রেডিও টক-শোতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এই তথ্য উল্লেখ করেন নাসার প্রধান।

এমনকি, এরপরে যে চন্দ্রাভিযান হবে, সেখানেও একজন মহিলা প্রথম চাঁদের বুকে পা রাখবেন বলে নাসার তরফে জানানো হয়েছে। ওই টক শোতে চাঁদের বুকে কোনও মহিলাকে পাঠানোর সম্ভাবনা আছে কি না, সেই বিষয়ে জিমকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই। পরবর্তী যে মহাকাশচারী চাঁদে যাবেন, তিনি একজন মহিলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *