কোচবিহার: ইসরোর প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পেল কোচবিহারে মেয়ে নন্দিতা সাহা। পুন্ডিবাড়ি জিডিএল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিজ্ঞানের নানা প্রতিযোগীতায় সাফল্যের পর সে এই শিবিরে অংশগ্রহণের সুযোগ পায়। মেঘালয়ে বসতে চলা ১৪ দিনের এই শিবিরে কোচবিহারের নন্দিতা বাদেও বীরভূমের সুরি বেণীমাধব ইনস্টিটিউশনের অতৈন্দ্র আচার্য ও রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সোহম মণ্ডল অংশ নিচ্ছে।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসের কোচবিহার জেলা কোঅর্ডিনেটর সুমন্ত সাহা বলেন, “ইসরো” র প্রশিক্ষণ শিবিরে যে তিনজন শামিল হওয়ার সুযগ পেয়েছে তার মধ্যে কোচবিহারের নন্দিতা সাহাও আছে। কোচবিহার থেকে সম্ভবত এই প্রথমবার কেউ ইসরোর প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পেল। ওর সাফল্যে আমরা গর্বিত।
কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ির বাসিন্দানন্দিতা সাহার বরাবরই বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রতি প্রবল আগ্রহ । অক্টোবরের শুরুতে সে জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসের জেলান্তরের পরিক্ষায় অংশ নেয়। ৭৫% গোবর ও ২৫% মাটি মিশিয়ে নন্দিতা পরিবেশবান্ধব ইট তৈরি করে। এর মাধয়ে সে জেলাস্তর থেকে উত্তীর্ণ হয়ে রাজ্যস্তরে যায়। এর মাঝেই বিজ্ঞান দিবস উপলক্ষ্যে কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত বিজ্ঞান ও কারিগরী কংগ্রেসে নন্দিতার প্রকল্প সেরার শিরোপা পায়। এর পরেই আসে সুবর্ণ সুযোগ। ঈসরোর প্রশিখণে অংশগ্রহণ করার জন্য নন্দিতার নাম বিবেচিত হয়।
উচ্ছসিত নন্দিতা জানাচ্ছে, “পয়লা বৈশাখের দিন খবরটা পাই। নববর্ষে এটাই আমার সেরা উপহার”।