মালবোঝাই স্কুটারের পিছনে ঝুলছেন চালক, এভাবেও চালানো যায়! ভিডিয়ো দেখে তাজ্জব নেটিজেনরা

মালবোঝাই স্কুটারের পিছনে ঝুলছেন চালক, এভাবেও চালানো যায়! ভিডিয়ো দেখে তাজ্জব নেটিজেনরা

23b37aa6a151c16a8920a5a22435a919

 হায়দরাবাদ:  একি স্কুটার! নাকি কোনও টেম্পো? মালপত্র বোঝাই দু’চাকার গাড়ি দেখে অনেকেই হয়তো গুলিয়ে ফেলবেন সংজ্ঞা! 

আরও পড়ুন- এক পুত্রের রহস্যমৃত্যু, অন্য জনের মৃত্যু দুর্ঘটনায়, স্বামী হারা দ্রৌপদীর জীবনে ঝড় এসেছে বারবার

স্কুটারের সামনের চাকার উপর বাঁধা রয়েছে একটি বস্তা৷ পা রাখার জায়গায় বেশ কয়েকটি বাক্স৷ সিটের উপর রাখা গুচ্ছের জিনিস৷ আর সব রাখার পর বেচে থাকে একফালি জায়গায় বসে চালক৷ তার পিঠে আবার আড়াআড়ি করে নেওয়া একটি ব্যাগ৷ মাথায় কালো হেলমেট পরে ঝড়ের গতিতে ছোটাচ্ছেন স্কুটার৷ পা দুটি কিঞ্চিৎ গুটিয়ে রেখেছেন যাতে ধাক্কা না লাগে৷ আর তাঁকে দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন, ‘এভাবেও চালানো যায়?’ অনেকেই আবার বলছেন পয়সা বাঁচানোর মতলব!

এই ঘটনাটি তেলেঙ্গানার৷ সম্প্রতি মালবোঝাই স্কুটার চালানোর এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷  এক টুইটার ইউজার রসিকতা করে লিখেছেন, ‘এই স্কুটারটির অবস্থা আমার ৩২ জিবি ফোনের মতো, যার ৩১.৯ জিবিই ডেটায় ভর্তি।’  অপর এক ইউজারের কথায়, ‘আসলে ওই ব্যক্তি ভাড়ার গাড়ির খরচ বাঁচাতে নিজের গাড়িকেই মালগাড়ি বানিয়ে নিয়েছেন।’

এই ভিডিয়োটি নজরে এসেছে তেলঙ্গানা পুলিশেরও৷ এর পরেই তেলঙ্গানা পুলিশের তরফে টুইট করে বলা হয়, ‘মোবাইলের ডেটা নষ্ট হয়ে গেলে সেগুলি উদ্ধার করা সম্ভব। কিন্তু জীবন হারালে নয়…। তাই জনসাধারণের কাছে আমাদের আবেদন, নিজেদের জীবনকে বিপদে ফেলবেন না। একই সঙ্গে আপনার জন্য অন্য কারও জীবন যাতে বিপদে না পড়ে সেই বিষয়টিও খেয়াল রাখবেন।’