কলকাতা: আপাদমস্তক ঢাকা সোনায়৷ মুখের মাস্ক থেকে পায়ের জুতো, সবেতেই সোনা-রুপোর চমক৷ কেজি কেজি সোনা পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘গুগল গোল্ডেন বাবা’৷
আরও পড়ুন- মালবোঝাই স্কুটারের পিছনে ঝুলছেন চালক, এভাবেও চালানো যায়! ভিডিয়ো দেখে তাজ্জব নেটিজেনরা
করোনাকালে সকলে যখন সার্জিক্যাল মাস্ক দিয়ে নাক-মুখ ঢাকতে ব্যস্ত, তখন তিনি পরেছেন সোনার মাস্ক৷ শুধু তাই নয়, গোল্ডেন বাবার গলায় ঝুলছে মোটা মোটা সোনার হার৷ আঙুল জুড়ে সোনার আঙটি৷ কিন্তু কেন এমন সাজ? এক সর্বভারতীয় সাংবাদমাধ্যমকে গোল্ডেন বাবা জানিয়েছেন, তাঁর পূর্বপুরুষদের মধ্যে সোনার গয়না পরার চল বা রীতি ছিল৷ সেই রীতিই বয়ে নিয়ে চলেছেন তিনি৷
কে এই গোল্ডেন বাবা? গোল্ডেন বাবার আসল নাম হল মনোজ সেঙ্গার। তবে কানপুরবাসীর কাছে তিনি গোল্ডেন বাবা নামেই পরিচিত৷ সারা শরীরে চার কেজি সোনার গয়না পরেন তিনি। গোল্ডেন বাবা জানান, তিনি সব সময়েই গায়ে সোনার গয়না পরে থাকেন। জানেন কি কি সোনার অলংকার রয়েছে তাঁর? এগুলির ওজনই বা কত৷
গোল্ডেন বাবার কথায়, চার কিলো সোনার মধ্যে তাঁর মাস্কের ওজন ১০১ গ্রাম, ২৬১ গ্রামের শঙ্খ, শিব কবচ ও দুর্গার মূর্তির হার রয়েছে তাঁর গলায়৷ এ ছাড়াও একটি স্বর্ণমূর্তি সব সময়েই তাঁর সঙ্গে থাকেন৷ শরীর জুড়ে থাকা সোনার রক্ষণাবেক্ষণের জন্যে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রয়েছে তাঁর। সেই পিস্তলের খাপটিও সোনা দিয়ে বানিয়েছেন তিনি। গায়ে শুধু সোনার গয়নাই পরেন না তিনি৷ রুপো দিয়ে বানিয়েছেন পায়ের জুতো। হামেশা সেই জুতো পরেই হাঁটাচলা করেন তিনি।
গুগল গোল্ডেন বাবা জানান, সোনার গয়নার এই শখ মেটাতে গিয়ে বেশ কয়েকবার হুমকির মুখেও পরতে হয়েছে তাঁকে৷ বেশ কয়েক বার তাঁর উপর হামলাও চালানো হয়েছে। তবে তিনি সোনা ছাড়তে নারাজ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>