রেশন আন্দোলন কেউ করলে, হাত পা ভেঙে দিন, নয়া নিদান অনুব্রত মণ্ডলের

রেশন আন্দোলন কেউ করলে, হাত পা ভেঙে দিন, নয়া নিদান অনুব্রত মণ্ডলের

বোলপুর: রেশন আন্দোলনে যযুধান দুই পক্ষ।  দুই পক্ষের বাক্যবাণে উত্তপ্ত হয়ে পড়েছে বীরভূমের মাটি। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল নিদান দিচ্ছেন, রেশন নিয়ে কেউ আন্দোলন করতে হাত-পা ভেঙে দিন। অন্য দিকে, বিজেপির তরফ থেকে তির, আন্দোলনে বাধা দিলে কেউ  হাত-পা গুটিয়ে বসে থাকবে না।

কোথাও কুপন বিলিতে স্বজনপোষণ, কোথাও আবার  ডিলারের রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে গরম হয়ে উঠেছে বিজেপি। সম্প্রতি ময়ূরেশ্বর-১ নম্বর ব্লকে রেশন ডিলারের আত্মসাতের অভিযোগ ওঠে।  চাপে পড়ে রেশন ডিলারকে মুচলেকা দিতে হয়। জানাতে হয়, সে আত্মসাতের সমস্ত সামগ্রী গ্রাহকের মধ্যে বিলিয়ে দিবে। এই ঘটনাকেই হাতিয়ার করে বীরভূমের বিজেপি আন্দোলনে নামে। রেশন দুর্নীতির অভিযোগে যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, সেখানেই হাজির হচ্ছেন গেরুয়াশিবির। স্থানীয় মানুষেক আন্দোলন নিজেদের নামে চালাতে চাইছে বিজেপি।

বুধবার কর্মীসম্মেলন করে অনুব্রত মণ্ডল। করোনা আবহে কর্মীসভা করা হলেও কোনও সামাজিক বিধি নিষেধ তোয়াক্কা না করেই বহু মানুষ জড়ো হয়েছেন। অনেকের মুখেই মাস্ক দেখতে পাওয়া যায়নি। ওই কর্মী সভায় অনুব্রত মণ্ডল বলেন, ময়ূরেশ্বর ১ ব্লকে যখন বিজেপি যখন রেশন নিয়ে আন্দোলন করছিল, তখন আপনারা কি করছিলেন। মেরে তাদের হাত পা ভেঙে দিতে পারলেন না। কেউ যদি রেশন আন্দোলনে নামে দোকান ভাঙচুর করে, তাহলে তাদের পালটা দিন। কেউ যদি মারামারি করতে চায়, সেখানে আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =