আকাশ থেকে খসে পড়ল ইসরো রহস্যময় যন্ত্র, চাঞ্চল্য চন্দ্রকোনায়

চন্দ্রকোনা: চন্দ্রযান-২ অভিযান স্থগিত হতেই ইসরোর নাম লেখা রহস্যজনক বাক্স ও পোস্টার ঘিরে কৌতুহল ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়৷ প্যাকেটে মোড়া একটি যন্ত্র-সহ বাংলা ও ইংরেজি থেকে ফোন নম্বর দেওয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য৷ পরে, ওই যন্ত্র খোলার চেষ্টা করে পুলিশ৷ তাতেই বেরিয়ে আসেন রহস্যের জাল৷ বাক্সের গায়ে একটি কাগজে লেখা ছিল, এটি ভারত

আকাশ থেকে খসে পড়ল ইসরো রহস্যময় যন্ত্র, চাঞ্চল্য চন্দ্রকোনায়

চন্দ্রকোনা: চন্দ্রযান-২ অভিযান স্থগিত হতেই ইসরোর নাম লেখা রহস্যজনক বাক্স ও পোস্টার ঘিরে কৌতুহল ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়৷ প্যাকেটে মোড়া একটি যন্ত্র-সহ বাংলা ও ইংরেজি থেকে ফোন নম্বর দেওয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য৷ পরে, ওই যন্ত্র খোলার চেষ্টা করে পুলিশ৷ তাতেই বেরিয়ে আসেন রহস্যের জাল৷

বাক্সের গায়ে একটি কাগজে লেখা ছিল, এটি ভারত সরকারের ইসরোর সম্পত্তি৷ এর মধ্যে কোনও বিস্ফোরক নেই৷ দয়া করে খুলবেন না৷ বাক্সটি পাওয়া গেলে যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে৷ সোমবার সকালে এই যন্ত্র দেখে স্থানীদের মধ্যে কৌতুহল তৈরি হয়৷ ভিড় জমান স্থানীয় জনতা৷ একালায় এহেন যন্ত্র উদ্ধারের খবরে ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার পুলিশ৷ এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী৷ শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় জল্পনায় দাঁড়ি পড়ে৷

যন্ত্রটি পরীক্ষার পর পুলিশ জানতে পারে, চন্দ্রযান-২ অভিযানের আগে ওই যন্ত্রটি আকাশে ওড়ানো হয়৷ আদতে আবহাওয়া সংক্রান্ত তথ্য জানতেই ওই যান্ত্রটি আকাশে ওড়ানো হয়েছিল৷ পরে তা মাটিয়ে নেমে আসে৷ যন্ত্রটি আসলে কৃষিপ্রধান এলাকার একটি নির্দিষ্ট অংশের তাপমাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে ব্যব করা হয়৷ বেলুনে বেঁধে তা উড়িয়ে দেওয়া হয় আকাশে৷ জিপিএস প্রযুক্তির মাধ্যমে যন্ত্র থেকে পাওয়া তথ্য সংগ্রহ করা হয়৷ পরে ওই যন্ত্রটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eight =