মনোনয়ন জমা দিচ্ছেন বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত, সঙ্গী অভিষেক

মনোনয়ন জমা দিচ্ছেন বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত, সঙ্গী অভিষেক

নয়াদিল্লিঃ মাস ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। আর আজ অর্থাৎ সোমবার বেলা ১২.১৫ মিনিটে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। জানা যাচ্ছে এই মনোনয়ন পত্র দাখিলের সময়ে যশবন্তের সঙ্গে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক ছাড়াও এদিন বিরোধী এই প্রার্থীর সমর্থনে রাজধানী দিল্লিতে হাজির হচ্ছেন বিরোধী শিবিরের একগুচ্ছ শীর্ষ স্থানীয় নেতারা। যেমন তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন সৌগত রায়, শান্তনু সেন, নাদিমুল হক এবং বিধায়ক তাপস রায়। অন্যদিকে সংসদে উপস্থিত হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালা, ডিএমকে-র তিরুচি শিবা, বাম শিবির থেকে থাকতে পারেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, আরজেডির মনোজ ঝা। সপা নেতা রামগোপাল যাদব, ন্যাশনাল কনফারেন্স সাংসদ হসনৈন মাসুদিসহ আরও অনেকেরই এদিন উপস্থিত থাকার কথা। বিরোধী শিবির সূত্রের খবর, যশবন্ত সিনহার প্রস্তাবকদের মধ্যে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশের পরেই যশবন্ত গান্ধীজি ও আম্বেদকরের মূর্তিতে মালা দেবেন।

উল্লেখ্য, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী প্রার্থী দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকেই দিল্লিতে প্রথম বৈঠকে কংগ্রেস-সহ দেশের ১৮টি দল যোগ দেয়। তবে সেই বৈঠকে কিছু স্থির না হওয়ায় দ্বিতীয় বৈঠক ডাকেন শরদ পওয়ার। সেই বৈঠকেই ঠিক হয়, বিরোধীদের প্রার্থী হবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। এই সিদ্ধান্তে সিলমোহর পড়ার পর ২৭ জুন মনোনয়ন দাখিল করার দিনক্ষণ স্থির হয়।

এদিকে, বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ তাবড় তাবড় নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। সূত্রের খবর, এরপরেই স্থির হয় যে যশবন্তের মনোনয়ন জমা দেওয়ার সময়েও উপস্থিত থাকবেন বিরোধী শীর্ষ স্থানীয় নেতারা। সেই কারণে ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারসঙ্গে রয়েছেন বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। এছাড়াও কংগ্রেস, এনসিপি, সিপিআইএম, সিপিআই, ডিএমকে-সহ বিভিন্ন দলের হেভিওয়েট নেতৃত্ব এদিন যশবন্তের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =