নয়াদিল্লি: মহারাষ্ট্রের মহাসঙ্কটের জের মারাঠা ভূমির গণ্ডি পেরিয়ে এবার পৌঁছল সুদূর দিল্লিতে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে শিবিরের দুজন বিধায়ক দেশের সর্বোচ্চ আদালতে পিটিশন ফাইল করেছেন। জানা যাচ্ছে ডেপুটি স্পিকারের রুলিংকে চ্যালেঞ্জ জানিয়েই এই মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য গতকাল অর্থাৎ রবিবার বিদ্রোহী ১৪ বিধায়কের সদস্যপদ বাতিলের আর্জি নিয়ে মহারাষ্ট্র বিধানসভার দ্বারস্থ হয়েছিলেন শিবসেনা নেতা অজয় চৌধুরী। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের কাছে তিনি এই অনুরোধ জানান। আর শিবসেনা নেতার সেই অনুরোধে সম্মতি জানিয়ে ইতিমধ্যেই ডেপুটি স্পিকারও ১৪ জন বিধায়কের সদস্য পদ বাতিল করার বিজ্ঞপ্তি জারি করেছেন। ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সোমবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে একনাথ শিন্ডের শিবির। দায়ের করা পিটিশনে জরুরিভিত্তিতে ডেপুটি স্পিকারের এই বিজ্ঞপ্তি খারিজ করার আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত শিন্ডে শিবিরের অনুরোধে সাড়া দিয়ে সোমবার এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছে।
অন্যদিকে শিবিরের সুপ্রিম কোর্টের পদার্পণ ঘটনাটি মহারাষ্ট্র সংকটে নতুন মাত্রা যোগ করেছে। ফলে এই মুহূর্তে সোমবার সর্বোচ্চ আদালতের এর পরিপ্রেক্ষিতে কি রায় দেয় তার দিকেই তাকিয়ে গোটা দেশ। যদিও এখনও পর্যন্ত শিবসেনা তরফ থেকে পাল্টা কোনও মামলা দায়ের করা হয়নি বলেই খবর। তবে জানা যাচ্ছে সোমবারই শিবসেনা জরুরী ভিত্তিতে পাল্টা পিটিশন দাখিল করতে পারে। এখন সর্বোচ্চ আদালত মহারাষ্ট্রের কোন পক্ষের ভাগ্যের চাকা ঘোড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।