এক সময় সিপিএমের কুনজরে ছিলেন সোমেন, কীভাবে বদলেছে সমীকরণ?

এক সময় সিপিএমের কুনজরে ছিলেন সোমেন, কীভাবে বদলেছে সমীকরণ?

বিশেষ প্রতিবেদন: দক্ষ সংগঠক হিসাবে সোমেন মিত্র তুলনাহীন থাকবেন। কোনও প্রশাসনিক পদ তাঁকে প্রলুব্ধ করতে পারেনি। কিন্তু, বুথ থেকে বিধানসভা, পার্টি সংগঠনের কাজ তাঁকে টেনেছে। জীবনের শেষ দিকে, বাম-কংগ্রেস জোট বাঁধতে তিনি সাহায্য করেছেন। কিন্তু, বাম দলগুলির সাথে শুরুতে তাঁর সম্পর্ক ছিল টানটান উত্তেজনার। ৭৭এ বামফ্রন্ট ক্ষমতার আসার আগে বহু সিপিএম নেতাকে পিটিয়েছেন এমন অভিযোগ ছিল। কালে কালে তা নিশ্চিহ্ন হয়েছেন। পরে অবশ্য, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলতেন সোমেন, কংগ্রেস কর্মীদের ছোড়'দা।

আরও পড়ুন- সোমেন মিত্রর পর প্রদেশ সভাপতি কে? চর্চায় উঠছে কাদের নাম

নিজের বিধানসভা কেন্দ্র শিয়ালদহে সাত বারের বিধায়ক ছিলেন। ১৯৯২-৯৬ এবং ৯৬-৯৮ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। কিন্তু, তারপর আবার সভাপতি হবেন, তা অনেকেই মনে করেননি। অধীর চৌধুরীর পর ২০১৮ তে আবার প্রদেশ সভাপতি হলেন সোমেন। তবে, অধীরের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা নিয়ে প্রচুর জল্পনা হয়েছে। শোনা গিয়েছে, অধীর সভাপতি থাকাকালীন সোমেন মিত্র বিধান ভবনে যেতেন না। পরে অবশ্য অধীর-সোমেন সম্পর্ক স্বাভাবিক হয়। তৃতীয় বারের জন্য প্রদেশ সভাপতি হওয়ার পর অধীর কে নিজেই ফোন করেছিলেন সোমেন। ছোড়দা প্রয়াত হওয়ার পর প্রায় কেঁদেই ফেলেছেন অধীর।

আরও পড়ুন- মন্ত্রিত্ব, রাজ্যসভা এবং সারদা! ৩ কাঁটায় আটকে মুকুল-সাম্রাজ্য

বামফ্রন্টের সঙ্গে সোমেনের সম্পর্ক পরেরব্দিকে উন্নতির চরম সীমান যায়। শোনা যায়, মহাকরণে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন। বিষয় , সিএবি'র নির্বাচন। ইস্ট বেঙ্গল সমর্থক সোমেন মিত্রর হাতে ময়দানের কিছু ক্লাবের ভোট আছে। সেই ভোট বুদ্ধবাবুর প্রার্থী, পুলিশ কর্তা প্রসূন মুখোপাধ্যায় পাবেন, তা নিশ্চিত করেন সোমেন। কং-সিপিএম জোটের রাস্তায় সোমেন মিত্র দাঁড়িয়েছিলেন। সিপিএমের সব দাবি মেনে নেননি। আবার, জোট যাতে হয় সেই চেষ্টাও করেছিলেন। লোকসভা নির্বাচনে, জোট নিয়ে সিপিএমের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন সোমেন। পরে অবশ্য বিরোধ মেটে। একসময় সিপিএমের কুনজর থাকা সোমেন সিপিএম-কংগ্রেস জোট করেন।

আরও পড়ুন- ৩ বছরে ব্রাত্য গেরুয়া মুকুল! দু’হাত বাড়িয়ে ঘাসফুল, সময়ে সমীকরণ বদল?

আরও পড়ুন- পুলিশ-কর্তাদের সম্পত্তি হিসেব চেয়ে মুখ্যমন্ত্রীকে টুইট রাজ্যপালের

আরও পড়ুন-  কেমন ছিল মমতার সঙ্গে রাজ্যপাল সম্পর্কের অতীত? বলছে বঙ্গ রাজনীতির ইতিহাস

আরও পড়ুন- মমতার বিরুদ্ধে না গিয়ে বিজেপিতেই আছেন বললেন মুকুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + five =