চাঁদের বয়স কত? প্রমাণ দিল নয়া গবেষণা

বার্লিন: পৃথিবীর একমাত্র উপগ্রহের বয়স কত? চাঁদ নিয়ে সমস্ত ধ্যানধারণা নস্যাৎ করে চাঞ্চল্যকক তথ্য উঠে এসেছে নয়া গবেষণা রিপোর্টে৷ নয়া গবেষণা বিপোর্ট বলছে, চাঁদের জন্ম হয় সৌরজগৎ সৃষ্টির আনুমানিক ১৫ কোটি বছর পরে৷ জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছে, সৌরজগৎ সৃষ্টির পাঁচ কোটি বছর পরই পৃথিবীকে প্রদক্ষিণ শুরু করেছিল চাঁদ৷ নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণায়

চাঁদের বয়স কত? প্রমাণ দিল নয়া গবেষণা

বার্লিন: পৃথিবীর একমাত্র উপগ্রহের বয়স কত? চাঁদ নিয়ে সমস্ত ধ্যানধারণা নস্যাৎ করে চাঞ্চল্যকক তথ্য উঠে এসেছে নয়া গবেষণা রিপোর্টে৷  নয়া গবেষণা বিপোর্ট বলছে, চাঁদের জন্ম হয় সৌরজগৎ সৃষ্টির আনুমানিক ১৫ কোটি বছর পরে৷ জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছে, সৌরজগৎ সৃষ্টির পাঁচ কোটি বছর পরই পৃথিবীকে প্রদক্ষিণ শুরু করেছিল চাঁদ৷

নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণায় বলা হয়েছে, ৪৫৬ কোটি বছর আগে সৌরজগৎ সৃষ্টি হওয়ার পর আজ থেকে ঠিক ৪৫১ কোটি বছর আগে চাঁদের জন্ম হয়৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো অভিযান থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা৷

১৯৬৯ সালের ২১ জুলাই প্রথমবার চাঁদের মাটিতে পা রেখে মানুষ৷ অ্যাপোলো ১১ মহাকাশযানে করে চন্দ্রপৃষ্ঠ থেকে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্সরা মোট ২১ কেজি ৫৫ গ্রাম নমুনা সংগ্রহ করে এনেছিলেন বলে দাবি করে থাকে আমেরিরা৷ তবে, তাঁদের এই অভিযান নিয়ে রয়েছে একাধিক বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =