আলোচনা না করে কীভাবে নয়া শিক্ষানীতি! সমালোচনায় মুখর কংগ্রেস

বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে, বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই নয়া নীতি গ্রহণের সিদ্ধান্তে বিজেপিকে এক হাত নিয়েছে কংগ্রেস। তাদের দাবি, এই নয়া শিক্ষানীতিতে শুধু বড় বড় কথাই বলা হয়েছে, আদতে শিক্ষার মানোন্নয়ন ঘটানোর কথা উল্লেখ করা হয়নি।

নয়াদিল্লি: মোদী সরকারের পেশ করা জাতীয় শিক্ষানীতি নিয়ে দেরিতে হলেও এবার মুখ খুলল কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস। দেশের বিভিন্ন রাজ্যের বিরোধীরা এই নীতির সমালোচনা করেছে আগেই। কংগ্রেসের অভিযোগ, গোটা দেশ করোনা সংক্রমণে বিপর্যস্ত, এই সময় বিরোধীদের সঙ্গে আলোচনা না করে কী করে বিজেপি সরকার এই নীতি পেশ করল। এই নিয়ে আগামী সংসদীয় বৈঠকে প্রতিবাদ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানাল কংগ্রেস।

আরও পড়ুন: কার দখলে থাকবে হিন্দুত্ব? বাল্মিকী-কৌশল্যার পিছনে ঝাঁপাল কংগ্রেস

 

বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে, বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই নয়া নীতি গ্রহণের সিদ্ধান্তে বিজেপিকে এক হাত নিয়েছে কংগ্রেস। তাদের দাবি, এই নয়া শিক্ষানীতিতে শুধু বড় বড় কথাই বলা হয়েছে, আদতে শিক্ষার মানোন্নয়ন ঘটানোর কথা উল্লেখ করা হয়নি। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং রাজীব গৌড়া জানিয়েছেন, এই নয়া নীতিতে শিক্ষার প্রাথমিক মানবিক উন্নয়ন, জটিল চিন্তাধারার বিকাশ, জ্ঞান অর্জন ও প্রশ্ন করার ক্ষমতাকে বাদ দেওয়া হয়েছে। কোনও আলোচনা ছাড়াই এই নীতি পেশে ক্ষোভে ফুঁসছে জাতীয় কংগ্রেস। 

আরও পড়ুন: নিশ্চিন্তে হাতির খাওয়া দেখছে হিংস্র চিতাবাঘ, মন ভাল করা ভিডিও পোস্ট করলেন বন আধিকারিক

কংগ্রেসের মতে, ন্যূনতম শিক্ষা সংস্কারও ঘটানোর কথা বলা হয়নি এই নীতিতে। এই নীতি গ্রহণের ক্ষেত্রে আরএসএস-এর হাত রয়েছে বলে মনে করছে দেশের বিরোধী দলগুলি। আগেই এই নীতি প্রয়োগের ক্ষেত্রে নানা জটিলতার কথা বলেছে পশ্চিমবঙ্গ তৃনমূল সরকার তথা দেশের অন্যান্য বিরোধী দলগুলি। পাশাপাশি এই নয়া শিক্ষানীতির বিরোধিতা করেছে শিবসেনা ও আম আদমি পার্টিও। এবার কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় এর প্রতিবাদ জানাল। তাদের মতে, ভোটের আগে শুধুমাত্র কথা দিয়েই এই নীতি পেশ করে জনগণকে আকর্ষণ করতে চেয়েছে মোদী সরকার, আদতে এর রূপায়ণ কীভাবে সম্ভব, তার কোনও বাস্তব রূপরেখা সরকারের কাছে নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =