নজরে নির্বাচন, বুথ-বুথে শক্তি বাড়াতে নয়া কৌশল তৃণমূলের

নজরে নির্বাচন, বুথ-বুথে শক্তি বাড়াতে নয়া কৌশল তৃণমূলের

 
কলকাতা:  আগামী ২০২১ বিধানসভাকে সামনে রেখে প্রতিটি দল নিজেদের ঘর গোছানোর ওপর জোর দিতে শুরু করেছে৷ তার অন্যথা হচ্ছে না শাসক দল তৃণমূলেও৷ এই প্রথম রাজ্যজুড়ে বুথ কমিটি গঠন করতে চলেছে তৃণমূল৷ পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি থাকবে৷ এই কমিটিগুলিতে সর্বনিম্ন তিন জন ও সর্বোচ্চ ১৫ জন থাকবে বলে জানা গিয়েছে৷  প্রতিটি কমিটির একজন সভাপতি থাকবেন বলে তৃণমূল সূত্রে খবর৷

তৃণমূল মূলত বেহালা পূর্ব ও যাদবপুর কেন্দ্রের উপর বেশি জোর দিতে চাইছেন৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে জয়ী হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে বর্তমানে তিনি বিজেপি যোগ দিয়েছেন৷ অন্য দিকে, যাদবপুর কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভায় তৃণমূল প্রার্থী মনীশ গুপ্ত হেরে গিয়েছিলেন৷ কলকাতায় এই দুই কেন্দ্র থেকে আগামী বছরের বিধানসভায় জয় ছিনিয়ে আনতে চাইছে তৃণমূল৷  পাশাপাশি আর যে যে আসনে জয় পেয়েছিল তৃণমূল, তা ধরে রাখতে চাইছে৷

মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সির অফিসে একটি বিশেষ বৈঠক হয়৷ ওই বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অরুপ বিশ্বাস, মনীশ গুপ্ত, জাভেদ খানের মতো তৃণমূলের তাবড় নেতারা উপস্থিত ছিলেন৷ বিশেষ কাজ থাকায় পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ ববি হাকিম আসতে পারেননি৷ এই বৈঠকে হোয়াটস অ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা হয়৷ সুব্রত মুখোপাধ্যায় বৈঠকে হোয়াটস অ্যাপ গ্রুপের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷

জানান, হোয়াটস অ্যাপ গ্রুপে সাংগঠনিক কাজ অনেক ভালো হয়। তিনি বলেন, তাঁর আশেপাশে আবাসন রয়েছে। সেই আবাসনগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ করতে হবে। তবে এদিনের বৈঠকে সবাই একবাক্যে স্বীকার করে নেন, এখন মত বিরোধ দূরে রেখে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিধানসভায় ভালো ফল করাই এখন প্রতিটি কর্মী, নেতার প্রথম ও প্রধান কর্তব্য হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =