বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ মুকুল? কার নেতৃত্বে ভোটে লড়াই? সাফ জানালেন সায়ন্তন

বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ মুকুল? কার নেতৃত্বে ভোটে লড়াই? সাফ জানালেন সায়ন্তন

কলকাতা: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। টিভিতে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। সায়ন্তনের বক্তব্য, মুকুল রায়ের নেতৃত্বে লোকসভা নির্বাচনে লড়েছে বিজেপি। মুকুল রায়ের নেতৃত্বেই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছে বিজেপি। মুকুল রায় রাজ্যে নির্বাচন কমিটির প্রধান। পুরসভা নির্বাচনের কমিটির প্রধানও মুকুল রায়। সায়ন্তনের এই বক্তব্য থেকেই পরিষ্কার, মুকুল রায়ের ফের দল পরিবর্তন করার কোনও সম্ভাবনা নেই। তবে, তৃণমূল থেকে আসা শোভন চট্টোপাধ্যায়কে দল কাজে লাগাতে পারেনি, তা আবার বলেছেন সায়ন্তন।

রাজ্য বিজেপিতে কোনও গুরুত্বপূর্ণ পদে নেই মুকুল রায়। তিনি রাজ্য সভার সাংসদও নন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও নন। কিন্তু, তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে তিনি পেলেন কী? বিভিন্নজনের মনে এই প্রশ্ন দানা বেঁধেছে। সেই সন্দিগ্ধতা থেকেই নতুন গুজব জন্মেছে – মুকুল রায় বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে ফিরছেন। ২১  জুলাই ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান ছিল, যারা বিজেপি, সিপিএমে চলে গিয়েছেন, তাঁরা ফিরতে পারেন। তারপর থেকে এই গুজব আরও জোরদার হয়েছে। গুজবকে গতিবেগ দিয়েছেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের অম্লমধুর সম্পর্ক। দিলীপের সঙ্গে মুকুলের দলগত কারণে বিভিন্ন বিষয় খটাখটি লেগেই থাকে। কিছুদিন আগেই দিল্লিতে বৈঠক ছিল। ২০২১ বিধানসভা নির্বাচনের স্ট্রাটেজি তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ওই বৈঠকে ছিলেন না মুকুল। চোখের কিছু সমস্যার কারণে কলকাতায় ফেরেন। তবে, দল তা জানত। এটা ঠিক ওই বৈঠকের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিলীপ-মুকুল মতানৈক্য হয়। তবে, রাজ্য বিজেপিতে তা নতুন বিষয় নয়। গত বেশ কিছু নির্বাচনে মুকুলের নেতৃত্ব সাফল্য পেলেও বিধানসভা নির্বাচনে তা সুফল আদৌ ফলবে? বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ কে? মুকুল রায় না কি দিলীপ ঘোষ? জবাব খুঁজছে গেরুয়া শিবির৷

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য করা যায়নি মুকুলকে। কারণ, বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশ ভট্টাচার্য সংসদের উচ্চ কক্ষে গিয়েছেন। যদিও, বাংলায় বিজেপির সাফল্যের কৃতিত্ব শহীদ মিনারের সভা থেকে মুকুল রায়কে দিয়েছেন অমিত শাহ। কিন্তু, প্রশংসা ছাড়া সংসদীয় পদ বা কেন্দ্রীয় বা কেন্দ্রীয় মন্ত্রিত্ব কিছু পাননি মুকুল। বিজেপির অন্দরমহলের খবর, সারদার চার্জসিট থেকে অব্যাহতি চান মুকুল। কিন্তু, এই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু করার নেই। কারণ সারদার অন্যতম অভিযুক্ত মুকুল। তদন্তের নিরপেক্ষতা দেখতে মুকুলকে বাদ দেওয়া যাবে না। সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে। রাজ্যে বিজেপির অবস্থান তাতে সুস্থিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =