চাঁদের দুর্গে চন্দ্রযান-২, ইতিহাসের আরও কাছে ইসরো

নয়াদিল্লি: আরো ইতিহাসের আরও কাছে ইসরো৷ চন্দ্র অভিযানে আরও একধাপ এগোল৷ ইতিহাস গড়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-২৷ আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান৷ আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৯ টায় চাঁদের কক্ষপথের প্রবেশ করে চন্দ্রযান-২৷ এই মুহূর্তে চাঁদের মাটি থেকে ১৫০ কিলোমাটার দূরে রয়েছে ইসরোর চন্দ্রযান-২৷ গত ২২ জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপন

চাঁদের দুর্গে চন্দ্রযান-২, ইতিহাসের আরও কাছে ইসরো

নয়াদিল্লি: আরো ইতিহাসের আরও কাছে ইসরো৷ চন্দ্র অভিযানে আরও একধাপ এগোল৷ ইতিহাস গড়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-২৷ আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান৷ আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৯ টায় চাঁদের কক্ষপথের প্রবেশ করে চন্দ্রযান-২৷ এই মুহূর্তে চাঁদের মাটি থেকে ১৫০ কিলোমাটার দূরে রয়েছে ইসরোর চন্দ্রযান-২৷

গত ২২ জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপন করা হয়৷ জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে ভারতীয় পা রাখার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ থাকবেন ইসরোর দপ্তরে৷

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিভন জানান, একেবারে সতেজ রয়েছে চন্দ্রযান-২৷ যানটি যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ করছে৷ নির্দেশ পালন করে এগিয়ে চলেছে এই যান৷ তিনি জানিয়েছেন, যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে চাঁদের কক্ষপথ থেকে কয়েকটি মেনুবার পেরিয়ে ৭ সেপ্টেম্বর চন্দ্রযান-২ থেকে ল্যান্ডার ও রোভার চাঁদের মাটিতে পা রাখতে সক্ষম হবে৷

গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২৷ তারপর থেকে নিখুঁত ভাবে চাঁদের অভিমুখে এগিয়ে চলেছে ভারতের এই মহাকাশযান। এখনও পর্যন্ত কোনও ত্রুটি বা সমস্যা দেখা না দেয়নি বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 4 =