নয়াদিল্লি: ফের সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বিজেপি৷ এই বিষয়ে ‘আমার পরিবার, বিজেপির পরিবার’ নামে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে৷ বঙ্গ বিজেপির নয়া এই কর্মসূচির সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ ভার্চুলায় অনুষ্ঠান মঞ্চ থেকে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা৷
ভার্চুয়াল ভাষণে তৃণমূল তুলোধনা করেন নাড্ডা৷ তিনি জানান, কাটমানি ছাড়া বাংলায় কোনও কাজ হয় না৷ জেপি নাড্ডা বলেন, মমতার সরকারের অধীনে বাংলায় একপ্রকার অরাজকতা চলছে৷ অর্থনীতি ভেঙে পড়েছে৷ সামাজিক মূল্যবোধ নেই বললেই চলে৷ রাজ্যে পড়ুয়ারা সঠিক শিক্ষা পাচ্ছে না৷ নাড্ডার আরও অভিযোগ, বাংলায় বেকারের সংখ্যা বেড়ে চলেছে৷ রাজ্যে রোজগার নেই৷ কৃষকরা সবজির সঠিক দাম পাচ্ছেন না৷ তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে নাড্ডার মন্তব্য, বাংলার কাটমানি ছাড়া কোনও কাজ হয় না৷ সরকার চলছে কাটমানির ভিত্তিতে৷
এরপরেই তিনি রাজ্যের করোনা পরিস্থিতি তুলে ধরেন৷ জানান, কোভিড থেকে সাধারণ জনতাকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি৷ বিজেপি যে পথে চলছে, তাতেই কোভিড -১৯ থেকে মুক্তি পাওয়া যেতে পারে৷ তাই তিনি রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন, বাংলার মানুষ যেন বিজেপিতে যোগদান করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন৷ যাতে দরিদ্রদের জীহন ধারণ কিছুটা সহজ হয়৷