চাঁদ থেকে এখনও তথ্য পাঠাচ্ছে অরবিটার, নিখোঁজ বিক্রিম

নয়াদিল্লি: ১৩০ কোটি জনতার প্রত্যাশা নিয়ে চাঁদের বুকে হারিয়ে গেল ল্যান্ডার বিক্রম৷ ল্যান্ডারের সঙ্গে রেডিও যোগাযোগ এখনও পর্যন্ত বিচ্ছিন্ন৷ তবে আশার আলো দেখাচ্ছে অরবিটার৷ অরবিটালের সঙ্গে এখনও পর্যন্ত ইসরোর যোগাযোগ বজায় রয়েছে৷ অরবিটার থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন বিজ্ঞানীরা৷ ফলে চন্দ্র অভিযান পুরোপুরি ব্যর্থ তা এখনই বলা যাবে না৷ চাঁদের পৃষ্ঠে অবতরণের সময় অবতরণের মুহূর্তে ল্যান্ডার

চাঁদ থেকে এখনও তথ্য পাঠাচ্ছে অরবিটার, নিখোঁজ বিক্রিম

নয়াদিল্লি: ১৩০ কোটি জনতার প্রত্যাশা নিয়ে চাঁদের বুকে হারিয়ে গেল ল্যান্ডার বিক্রম৷ ল্যান্ডারের সঙ্গে রেডিও যোগাযোগ এখনও পর্যন্ত বিচ্ছিন্ন৷ তবে আশার আলো দেখাচ্ছে অরবিটার৷ অরবিটালের সঙ্গে এখনও পর্যন্ত ইসরোর যোগাযোগ বজায় রয়েছে৷ অরবিটার থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন বিজ্ঞানীরা৷ ফলে চন্দ্র অভিযান পুরোপুরি ব্যর্থ তা এখনই বলা যাবে না৷

চাঁদের পৃষ্ঠে অবতরণের সময় অবতরণের মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ যে রেডিও তরঙ্গের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিল, তাতে কিছু ত্রুটি ধরা পড়েছে৷ আর তার জেরেই বিক্রমের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন৷ চন্দ্রপৃষ্ঠের দেড় কিলোমিটার ওপর থেকে বিক্রমের সঙ্গে যোগাযোগ হারিয়ে গেলেও চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা অরবিটালের সঙ্গে যথারীতি বহাল রয়েছে যোগাযোগ৷ সেখান থেকে আসছে একাধিক তথ্য৷

গতরাত ১টা ৪০ নাগাদ চাঁদের কক্ষপথে নামতে শুরু করে চন্দ্রযানের ল্যান্ডের বিক্রম৷ কিন্তু চাঁদের পৃষ্ঠে অবতরনের ১৫ মিনিটের যে বিভীষিকার মুহূর্ত ছিল তাতেই ঘটে গিয়েছে বিপত্তি৷ অবতরণের সময় হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ল্যান্ডার বিক্রম এখন চাঁদের বুকে নিখোঁজ৷ তবে বিক্রমের সঙ্গে যোগাযোগের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা৷ চাঁদের মাটি থেকে দু’কিলোমিটার দূরত্বে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়া ঘিরে শুরু হয়েছে কাটাছেঁড়া৷ বিক্রমের সন্ধান চলছে৷ চন্দ্র অভিযানে কিছুটা ব্যাঘাত ঘটলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ বিজ্ঞানীরা৷ বীরবিক্রমের সঙ্গে তাঁরা বিক্রমের খোঁজ শুরু করেছেন৷

অভিযান ঘিরে প্রত্যাশা এখনও বজায় রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বিজ্ঞানীদের মনোবল বাড়িয়ে জানিয়েছেন, সাফল্য-ব্যর্থতা দু’টি থাকে৷ ভেঙে পড়লে চলবে না৷ আমরা আমাদের অভিযান চালিয়ে যাব৷
ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও জানিয়েছে বিক্রম আপাতত চাঁদের বুকে অবতরণ করে গিয়েছে৷ কিন্তু তা সফল ল্যান্ডিং হয়েছে নাকি ক্রাশ লান্ডিং, তা জানতে উদগ্রীব বিজ্ঞানীরা৷ যত শীঘ্র সম্ভব নিখোঁজ বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমেছেন নিশ্চয়ই বিজ্ঞানীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =