‘আর নয় করোনার অব্যবস্থা’- ভোটের ঘণ্টা বাজিয়ে প্রচার চালু বিজেপির

‘আর নয় করোনার অব্যবস্থা’- ভোটের ঘণ্টা বাজিয়ে প্রচার চালু বিজেপির

কলকাতা: আর নয় করোনা – ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচি শুক্রবার বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে। কর্মসূচি শুরু করেছেন বাঁকুড়া সাংসদ ও রাজ্য বিজেপির সহ সভাপতি ডাঃ সুভাষ সরকার।

আরও পড়ুন- সোনিয়া-মমতার সম্পর্কের রসায়ন দুশ্চিন্তায় রাখবে বিজেপিকে?

 

তবে এই কর্মসূচি শুধুমাত্র বাঁকুড়াতেই সীমাবদ্ধ থাকছে না। রাজ্যের বিভিন্ন হাসপাতালে তা পৌঁছে যাবে। শুক্রবারই, কলকাতায় মেডিকেল কলেজে ও এন আর এস মেডিকেল কলেজে চিকিৎসক প্রতিনিধি দল যাবেন। বিজেপি সূত্রে খবর, কর্মসূচী প্রতিটি জেলায় ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ও আগামী ২ রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন- নিজের ক্যারিশমাকে সামনে আনতেই পরীক্ষা ইস্যুতে সোনিয়ার ভার্চুয়াল বৈঠক

এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। কোভিড রোগী ভর্ত্তির অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওয়েবসাইট- এ রোগী ভর্ত্তি ও ছুটি তৎক্ষণাৎ তোলা হচ্ছে না কিংবা ওয়েবসাইট এ প্রকৃতি তথ্য থাকছে না – এমন অভিযোগও আনা হয়েছে। বিজেপির অন্যতম অভিযোগ, বেড খালি আসলে থাকলেও হাসপাতালে কোনও এক অজ্ঞাত কারণে ভর্তি নেওয়া হচ্ছে না। রোগীকে নিয়ে তার পরিজন একটার পর একটা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসার জায়গা পাওয়া যাচ্ছে না। অথচ রাজ্য সরকার দিনরাত কোভিড চিকিৎসায় সাফল্যের বড় সাফল্য দাবি করছে।

আরও পড়ুন-গত এক বছর বিজেপিতে থেকে কী করলেন শোভন চট্টোপাধ্যায়?

সুভাসবাবু দাবি করেন, রোগী প্রথম যে হাসপাতালে পৌঁছবে, যদি তারা বেড দিতে না পারে তবে তাদেরই ঠিক করে দিতে হবে যে রোগী কোন হাসপাতালে যাবেন। প্রথম হাসপাতাল থেকেই সব ব্যবস্থা করে দিতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় রোগীরা ফিরে আসছে হাসপাতাল থেকে। সেই জন্যই, রোগীর পৌঁছে যাওয়া প্রথম হাসপাতালই ব্যবস্থা করবে রোগী কোন হাসপাতালে যাবে এবং তাহা ওইখান থেকেই নথিভুক্ত করিয়ে দেবেন – এমন দাবি করা হয়েছে।

আরও পড়ুন- বিদ্রোহের আগুনে জ্বলছে কংগ্রেস, ফের ভাঙবে হাত? আজাদের বাড়িতে পৃথক বৈঠক!

এর আগে করোনাকালে রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, এপ্রিল মাসে থেকে কেন্দ্রীয় সরকার রেশন দিচ্ছে। এদিকে রাজ্যের মানুষ রেশন পাচ্ছেন না। রাজ্যে নাকি ৯ কোটি রেশন কার্ড আছে। দুমাস রোজগার বন্ধ। একজন মানুষের মানসিক চাপ আসতে বাধ্য। মুখ্যমন্ত্রী টিভিতে বিজ্ঞাপন দিচ্ছেন। মুখ দেখাচ্ছেন। কাজের কাজ হচ্ছে কী। মানুষ খাদ্য শস্য পাচ্ছে না। চিকিৎসা পাচ্ছে না। দিন আনি দিন খাই মানুষদের রেশন দেওয়া গেল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *