এবার রাজ্যসভা দখলের পথে বিজেপি, পদ্ম ফোটাতে দৃঢ় গেরুয়া শিবির

লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকলেও, ৬ বছরে রাজ্যসভায় বিল পাশ করানোর ক্ষেত্রে বেগ পেতে হয়েছে বিজেপি সরকারকে। এবার সেই সমস্যাও সমাধানের পথে। রাজ্যসভাতেও দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে বলে নিশ্চিত সদস্যরা। নভেম্বর মাসে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার ১০ জন সাংসদদের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচনে সেই ১০ টি আসনের মধ্যে ৮টি আসন যে এবার বিজেপির দখলে আসবে, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে দলের।

 

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ অমর সিং সদ্য প্রয়াত হয়েছেন৷ ফলে তাঁর আসনটি এখন খালি পড়ে আছে। আগামী ১১ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচন করা হবে। ফলে, এনডিএ সরকার আশা করছে, ওই আসন বিজেপি'র দখলে আসবে৷ স্বাভাবিক ভাবেই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ধীরে ধীরে শক্তিকায়েম করছে বিজেপি।

লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকলে ৬ বছরে রাজ্যসভায় বিল পাশ করানোর ক্ষেত্রে বেগ পেতে হয়েছে বিজেপি সরকারকে। এবার সেই সমস্যাও সমাধানের পথে। রাজ্যসভায় দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে বলে নিশ্চিত বিজেপির নেতা-কর্মীরা৷ কেননা, আগামী নভেম্বর মাসে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার ১০ জন সাংসদদের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচনে সেই ১০টি আসনের মধ্যে ৮টি আসনে এবার বিজেপির দখলে আসবে, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে গেরুয়া শিবিরের৷ বাকি ২টি আসনের মধ্যে ১টিতে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা চালাবে বিজেপি৷ বর্তমানে রাজ্যসভার ১১৩ আসনের মধ্যে ৮৬ টি আসন একক ভাবে বিজেপি সাংসদরা দখলে রেখেছেন৷ রাজ্যসভার সংখ্যা গরিষ্ঠতার জন্য মাত্র ১০টি আসনে পিছিয়ে রয়েছে এনডিএ সরকার৷

রাজ্যসভার সর্বাধিক সদস্য নির্বাচিত হন উত্তরপ্রদেশ থেকে৷ উত্তরপ্রদেশ বিধানসভার মোট আসন সংখ্যা ৪০৩টি। বর্তমানে সেখানে মোট ৩৯৫টি আসনে সদস্য রয়েছেন৷ এই ৩৯৫টি সদস্যদের মধ্যে বিজেপিরই রয়েছে ৩০৫ জন বিধায়ক৷ ফলে এই সংখ্যার নিরিখে বিজেপির আত্মবিশ্বাস উঠেছে শিখরে৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা ৬ থেকে ৭টি বাড়তে চলেছে৷ অমর সিংয়ের আসন বিজেপি পেলে সেই সংখ্যা ৮ থেকে ৯ এ পৌঁছে যাবে৷ ফলে রাজ্যসভাতেও যে গেরুয়া শিবিরের একক প্রাধান্য প্রতিষ্ঠিত হতে চলেছে, একথা বলাই যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *