বীরভূমে মুকুল-বিভাস গোপন বৈঠক, ভোটের আগে ফের তপ্ত বাংলার রাজনীতি

রাজ্য রাজনীতিতে এমনিতেই তাঁকে ঘিরে জল্পনার শেষ নেই। রবিবার সেই জল্পনা আবারও শুরু হল তৃণমূলের অন্দরে। বীরভূমের নলহাটির তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর সঙ্গে গোপনে দেখা করে, বেশ কিছুক্ষণ বৈঠক করেন দলের পুরনো কর্মী মুকুল রায়। পুরনো দুই বন্ধুর এই আড্ডায় ঠিক কী কথা হল, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে সেখান থেকে বেড়িয়ে মুকুল রায় জানিয়েছেন, ২১ এর নির্বাচনে বিজেপি আসবে ক্ষমতায়।

 

বীরভূম: রাজ্য রাজনীতিতে এমনিতেই তাঁকে ঘিরে জল্পনার শেষ নেই। রবিবার সেই জল্পনা আরও উস্ক দিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ তৃণমূলের অন্দরে চাপ বাড়িয়ে বীরভূমের নলহাটির তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীর সঙ্গে গোপনে দেখা করে, বেশ কিছুক্ষণ বৈঠক করেন দলের পুরোনো কর্মী মুকুল রায়। পুরানো দুই বন্ধুর এই আড্ডায় ঠিক কী কথা হল, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে সেখান থেকে বেড়িয়ে মুকুল রায় জানিয়েছেন, ২১ এর নির্বাচনে বিজেপি আসবে ক্ষমতায়।
 

রবিবার, বিভাস অধিকারীর বাড়ির পাশে অনুকুল ঠাকুরের এক আশ্রমে প্রথমে যান বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। সেখান থেকেই সোজা পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যান তিনি। বেশ কিছুক্ষণ  কথোপকথন চলে দু’জনের। কিন্তু সেখান থেকে বেরিয়ে মুকুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই কথোপকথন শুধুমাত্র সৌজন্যমূলক ছিল। বিভাস বাবু অনেক দিনের বন্ধু, তাই দেখা করতে গিয়েছিলেন তিনি। এর সঙ্গে রাজনীতি জড়ানোর কোনও দরকার নেই। কিন্তু পাশাপাশি মুকুল এও বলেন, ২১ এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। আর তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বিভাস অধিকারীও দল ছাড়তে চলেছে?

দল খোঁজ নিয়ে দেখবে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী ও বীরভূম জেলা তৃণমূল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কোনও অভিযোগ প্রমাণিত হলে দল খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। পাশাপাশি এদিন মুকুলের কথার প্রত্যুত্তরে আশিষ জবাব দিয়েছেন। মুকুলের ২১ এর নির্বাচনে ক্ষমতায় আসার মন্তব্যকে 'দিবাস্বপ্ন' বলে কটাক্ষ করেছেন আশিষ। এই ঘটনা সামনে আসায়, দুই ধরনের জল্পনা শুরু হয়েছে। একদল মনে করছে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল। আবার অন্য আরেকদল মনে করছে, জেলায় জেলায় বিজেপির সংগঠন আরও মজবুত করতেই এই বৈঠক করেছেন মুকুল রায়। যদিও সব জল্পনার জবাবে বিভাস অধিকারী জানিয়েছেন, তিনি যদি তৃণমূল ছেড়ে যান, তাহলে প্রকাশ্যেই চলে যাবেন, ভনিতা করবেন না। যদিও এই বৈঠকে ঠিক কী নিয়ে কথাবার্তা হয়েছ তাঁদের, কেউই সেকথা প্রকাশ্যে আনেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + fourteen =