সূর্যের গায়ে কালো বিন্দু, মহাজাগতিক দৃশ্যে পৃথিবী থেকে

ওয়াশিংটন: এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী৷ আজ সোমবার পৃথিবী এবং সূর্যের মাঝখানে থেকে অতিক্রম করবে সৌর পরিবারের সবচেয়ে ছোট গ্রহটি৷ এই সময় বুধকে সূর্যের গায়ে একটি ছোট্ট কালো বিন্দুর মত দেখা যাবে৷ নাসা জানিয়েছে, এই দৃশ্য দেখা যাবে সাড়ে ছ’টা থেকে টানা ছ’ঘণ্টা৷ আমেরিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, নিউজিল্যান্ড, আফ্রিকা ও পশ্চিম

সূর্যের গায়ে কালো বিন্দু, মহাজাগতিক দৃশ্যে পৃথিবী থেকে

ওয়াশিংটন: এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী৷ আজ সোমবার পৃথিবী এবং সূর্যের মাঝখানে থেকে অতিক্রম করবে সৌর পরিবারের সবচেয়ে ছোট গ্রহটি৷ এই সময় বুধকে সূর্যের গায়ে একটি ছোট্ট কালো বিন্দুর মত দেখা যাবে৷

নাসা জানিয়েছে, এই দৃশ্য দেখা যাবে সাড়ে ছ’টা থেকে টানা ছ’ঘণ্টা৷ আমেরিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, নিউজিল্যান্ড, আফ্রিকা ও পশ্চিম এশিয়া থেকে৷ এই মহাজাগতিক ঘটনা ১০০ বছরে ১৩ বার ঘটে৷ এর আগে ২০১৬ সালে এই বিরল ঘটনার সাক্ষী হয়েছিল পৃথিবীবাসী৷ পরবর্তী ‘ট্রান্সিট’ হবে ২০৩২ সালে৷

বুধ যখন সূর্য ও পৃথিবীর মাঝখান থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তখন মহাকাশ বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ‘ট্রান্সিট’৷ প্রতি ৮৮ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে বুধগ্রহ, গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিমি ৷ বুধের এক সৌরদিবস পৃথিবীর ১৭৫ দিনের সমান (নিজের অক্ষে একবার আবর্তন)৷ এই দৃশ্য খালি চোখে দেখতে নিষেধ করেছে নাসা৷ এক্ষেত্রে ভালো মানের টেলিস্কোপ অথবা ফিল্টার পেপার ব্যাবহার করার পরামর্শ দিয়েছে নাসা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =