গাছের শব্দে লুকিয়ে সঙ্গীত, সন্ধান দিলেন গাছের চিকিৎসক

ব্যাঙ্গালুরুর: নেশা যখন পেশা হয়, তখন অনেক অসম্ভবই সম্ভব হয়! গাছের শব্দ দিয়ে মিউজিক নোট বানিয়ে এমনই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন ব্যাঙ্গালুরুর বাসিন্দা বিজয় নিশান্ত৷ পেশায় গাছের চিকিৎসক বিজয়ের পরিবেশ নিয়ে চিন্তাভাবনা আলাদা৷ জানা গিয়েছে, বৃক্ষ ফাউন্ডেশন নামে তাঁর একটি নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে৷ এই সংস্থার মাধ্যমে গাছের শব্দ রেকর্ড করে মিউজিক নোট বানান বিজয়৷

7e775bc40a46638f245ce25d368becec

গাছের শব্দে লুকিয়ে সঙ্গীত, সন্ধান দিলেন গাছের চিকিৎসক

ব্যাঙ্গালুরুর: নেশা যখন পেশা হয়, তখন অনেক অসম্ভবই সম্ভব হয়! গাছের শব্দ দিয়ে মিউজিক নোট বানিয়ে এমনই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন ব্যাঙ্গালুরুর বাসিন্দা বিজয় নিশান্ত৷ পেশায় গাছের চিকিৎসক বিজয়ের পরিবেশ নিয়ে চিন্তাভাবনা আলাদা৷

গাছের শব্দে লুকিয়ে সঙ্গীত, সন্ধান দিলেন গাছের চিকিৎসক

জানা গিয়েছে, বৃক্ষ ফাউন্ডেশন নামে তাঁর একটি নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে৷ এই সংস্থার মাধ্যমে গাছের শব্দ রেকর্ড করে মিউজিক নোট বানান বিজয়৷

গাছের শব্দে লুকিয়ে সঙ্গীত, সন্ধান দিলেন গাছের চিকিৎসক

তিনি তাঁর এই মিশনের নাম দিয়েছেন ‘বৃক্ষ ধ্বনি’৷ গাছেদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভসকে মিউজিকাল ইন্সট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে রেকর্ড করে বিভিন্ন ধরনের মিউজিক নোট বানান তিনি৷ বিজয়ের এই কৃতিত্বতে স্তম্ভিত তামাম নেট দুনিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *