এবার শোভনের কিছু ফিরিয়ে দেওয়ার পালা! বঙ্গ বিজেপিতে শুরু কানন-অধ্যায়?

এবার শোভনের কিছু ফিরিয়ে দেওয়ার পালা! বঙ্গ বিজেপিতে শুরু কানন-অধ্যায়?

দেবময় ঘোষ:  শোভন চট্টোপাধ্যায় যা চেয়েছিলেন তা পেলেন। রাজ্য বিজেপি তাকে যোগ্য সম্মান দিয়ে কাজের সুযোগ করে দিয়েছে। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন শোভন। এই পরিস্থিতিতে আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই শোভনের। মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় ১১০ জনের মধ্যে একজন শোভন। আবার দলকে পাল্টা কিছু ফিরিয়ে দেওয়ার পালা। হাতেগোনা কয়েকমাস পরই বিধানসভা নির্বাচন। শোভনের ভূমিকা থাকবে আতশ কাঁচের তলায়।

যদিও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ চিন্তায় নেই বিজেপি। দলীয় সূত্রে যা খবর, শোভন নিজের পুরোনো দলে ফিরতে পারবেন না বলেই মনে করে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির কাছে পরিষ্কার যে, শোভন বিজেপি ছাড়তেই পারেন। কিন্তু, তৃণমূলে তার আর ফেরা হবে না। সেক্ষেত্রে নিজেকে রাজনৈতিক আশ্রয়মুক্ত করতে চাইবেন না শোভন – এমনই মনে করছে বিজেপি।

যা পরিস্থিতি, তাতে পরিষ্কার হয়ে গিয়েছে যে, শোভনের কোনও দাবি বা অনুরোধ শোনার জায়গায় নেই দল। বিজেপিতে থেকে বিজেপির আদর্শে দল করতে হবে তাকে। কোনও শর্ত নিয়ে দল করা যাবে না। সূত্রের খবর, শোভনের ঘনিষ্ট কোনও ব্যক্তি রাজ্য কমিটিতে নেই। শোভনের ইচ্ছা সত্ত্বেও এমন কারও জায়গা হয়নি। তবে শোভন চট্টোপাধ্যায়ের ৪০ বছরের রাজনৈতিক কেরিয়ারকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। দলে তার সে সম্মান যাতে কম না হয়, তা দেখে হচ্ছে।

দলের কাছে শোভন নিজের দলের অবস্থান স্পষ্ট করেছেন। কারণ, প্রশ্ন উঠতে শুরু করেছিল, কী কারণে তিনি বিজেপিতে আছেন। শোভন চট্টোপাধ্যায় দল পরিবর্তন করছেন না। সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। ২০১৯ এর ১৪ অগাস্ট তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন শোভন। তারপর থেকে বিজেপিতে নানা উঠাপড়ার মধ্যেই টিকে রয়েছেন তিনি। কিন্তু, ২০২১ বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে অনেকেই তাকে দলের সামনের সারিতে দেখতে চান। দলে থেকেও শোভন চট্টোপাধ্যায়ের মত অভিজ্ঞ রাজনীতিবিদ কেন পিছনের সারিতে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি প্রশ্ন বারবার উঠে আসছে। গত এক বছর বিজেপিতে থেকে নিজের রাজনৈতিক জীবনে কী উন্নতি করলেন শোভন? বিজেপিতে তিনি কেন এসেছিলেন। তৃণমূলেই যদি তাকে ফিরে যেতে হয় তবে তিনি ওই দল ছেড়েছিলেন কেন? আপাতত এই প্রশ্নগুলি আর উঠবে না। তবে তার উপর নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + nine =