মহাশূন্য থেকে গুপ্তচরবৃত্তির উপগ্রহ পাঠাল ইসরো

নয়াদিল্লি: শ্রীহরিকোটা থেকে রিস্যাট-২ বিআরআই ১ কৃত্রিম উপগ্রহর সফল উৎক্ষেপণ করল ইসরো৷ পিএসএলভি সি৪৮ রকেটের মাধ্যমে ৯টি উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো৷ আজ বিকাল ওড়িশার শ্রীহরিকোটার থেকে উপগ্রহ উৎক্ষিপ্ত হয়৷ ইতিমধ্যেই উপগ্রহগুলিকে সঠিক কক্ষপথে পাঠিয়ে দিয়েছে ইসরো৷ কী আছে এই রিস্যাট-২ বিবিআর ১ উপগ্রহে? জানা গিয়েছে, একটি মূলত ব়্যাডার ইমেজিং পাঠাবে৷ মহাশূন্য থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করবে

মহাশূন্য থেকে গুপ্তচরবৃত্তির উপগ্রহ পাঠাল ইসরো

নয়াদিল্লি: শ্রীহরিকোটা থেকে রিস্যাট-২ বিআরআই ১ কৃত্রিম উপগ্রহর সফল উৎক্ষেপণ করল ইসরো৷ পিএসএলভি সি৪৮ রকেটের মাধ্যমে ৯টি উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো৷

আজ বিকাল ওড়িশার শ্রীহরিকোটার থেকে উপগ্রহ উৎক্ষিপ্ত হয়৷ ইতিমধ্যেই উপগ্রহগুলিকে সঠিক কক্ষপথে পাঠিয়ে দিয়েছে ইসরো৷

কী আছে এই রিস্যাট-২ বিবিআর ১ উপগ্রহে? জানা গিয়েছে, একটি মূলত ব়্যাডার ইমেজিং পাঠাবে৷ মহাশূন্য থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এই উপগ্রহ৷ ব়্যাডারের মাধ্যমে চলবে নজরদারি৷ শত্রু দেশের উপর রাখবে নজরদারি৷ প্রায় ৬২৮ কিজে ওজনের উপগ্রহটিকে গুপ্তচর উপগ্রহ বলা চিহ্নিত করা হয়েছে৷ গুপ্তচরবৃত্তির পাশাপাশি কৃষি থেকে বিপর্যয় ও আবহাওয়ারের খবর পাঠাবে এই উপগ্রহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *