১৬ বছরেরে ছোট পাত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভগবন্ত মান, জানেন তাঁর স্ত্রীর পরিচয়?

১৬ বছরেরে ছোট পাত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভগবন্ত মান, জানেন তাঁর স্ত্রীর পরিচয়?

নয়াদিল্লি:  দুপুর তখন ১২টা হবে৷ সাত পাকে বাঁধা পড়েলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার চণ্ডীগড়ে অনাড়ম্বর অনুষ্ঠানে কাছের মানুষদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন ৪৮ বছর বয়সি মুখ্যমন্ত্রী। কিন্তু, জানেন পাত্রী কে?

 

 

 

আরও পড়ুন- দুয়ারে ব্যাঙ্ক! এক টোল-ফ্রি নম্বরেই হবে পাঁচ সমস্যার সমাধান, ঘোষণা SBI-এর

 

পাত্রীর নাম গুরপ্রীত কউর৷ ৩২ বছরের গুরপ্রীত পেশায় এক জন চিকিৎসক। তিনি আদতে হরিয়ানার মেয়ে। তবে বর্তমানে তাঁর ঠিকানা পঞ্জাবের রাজপুরা। গুরপ্রীতের বাবা ইন্দ্রজিৎ সিং পেশায় কৃষক। মা মাতারাজ কউর একজন গৃহবধূ। গুরপ্রীতের দুই দিদি থাকেন বিদেশে৷ 

ভগবন্ত

গুরপ্রীতের আত্মীয় গুরিন্দর জিৎ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, ছোট থেকেই মেধাবী গুরপ্রীত। হরিয়ানার মৌলানায় মহর্ষি মারকান্দেশ্বর মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন। পেয়েছেন স্বর্ণপদকও৷ 

চলতি বছরে পঞ্জাব বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে আপ৷ মুখ্যমন্ত্রী হন প্রাক্তন কৌতুকাভিনেতা ভগবন্ত মান। জানা গিয়েছে, একাধিক অনুষ্ঠানে ভগবন্তের পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়েছেন গুরপ্রীত। মুখ্যমন্ত্রী হিসাবে ভগবন্তের শপথ গ্রহণের সময়ও তাঁর পাশে ছিলেন ‘হবু স্ত্রী’। কানাঘুষো, বছর দেড়েক আগে গুরপ্রীতের সঙ্গে পরিচয় হয় ভগবন্তের। এর পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে৷ মুখ্যমন্ত্রীর মা ও বোনের খুবই কাছের মানুষ হয়ে ওঠেন গুরপ্রীত।

ভগবন্ত

কৌতুকাভিনেতা হিসাবে ভগবন্ত মানকে বরাবরই পছন্দ গুরপ্রীতের। এখন তাঁর হাতেই রাজ্যের শাসনভার৷ পঞ্জাবের ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী থাকাকালীন বিয়ের পিড়িতে বসলেন। তবে, তাঁদের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা ছিল সীমিত৷ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনেই৷ উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর গোটা পরিবার৷ বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে চণ্ডীগড়ে পৌঁছন তাঁরা৷ এসেছিলেন অন্যান্য রাজনীতিক ও খ্যাতনামীরা। 

ভগবন্ত

জিরা ওনিয়ন পুলাও, নবরত্ন বিরিয়ানি, বুরানি রায়তা, করাচি পনির, মাশরুম সিরকা পেঁয়াজ, চানা মাশালা, তন্দুরি কুলচা আরও অনেক কিছুর আয়োজন করা হয়েছিল মধ্যাহ্নভোজে৷ বিয়ের অনুষ্ঠানের অসংখ্য ছবি শেয়ার করেন রাঘব চাড্ডা৷ 

bhagwant

এটা অবশ্য ভগবন্ত মানের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তাঁদের এক কন্যা ও পুত্রসন্তান রয়েছে। প্রথম বিয়ে ভাঙার পর জীবনে আরও একটা ইনিংস শুরু করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ১৬ বছরের ছোট পাত্রীর সঙ্গে বাঁধলেন গাঁটছড়া৷