নাসার পাঠানো কৃত্রিম উপগ্রহে ধরা পড়ল মঙ্গলের একাধিক ছবি, প্রকাশ করল সংস্থা

ওয়াশিংটন: চাঁদের পর মহাকাশচারীরা এখন মঙ্গলের রহস্য ভেদ করতে তৎপর। ইতিমধ্যেই লাল গ্রহের উপর থেকে সেই রহস্য পর্দা সরাতে পৃথিবী থেকে রওনা দিয়েছে বেশ কিছু কৃত্রিম উপগ্রহ। তার মধ্যে বেশিভাগটাই পাঠিয়েছে নাসা। সেই কৃত্রিম উপগ্রহগুলি তাদের কাজ করছে নিরলস। একের পর এক ছবি ও তথ্য পাঠাচ্ছে তারা। যা দেখে নিত্য নতুন তথ্য উন্মোচিক হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীদের কাছে। এবার সেই রকমই কিছু রঙিন ছবি প্রকাশ করল নাসা। সংস্থার অফিশিয়াল টুইটার পেজে সেগুলি প্রকাশ করেছে তারা। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল লাল গ্রহের সেই সব ছবি।

ওয়াশিংটন: চাঁদের পর মহাকাশচারীরা এখন মঙ্গলের রহস্য ভেদ করতে তৎপর। ইতিমধ্যেই লাল গ্রহের উপর থেকে সেই রহস্য পর্দা সরাতে পৃথিবী থেকে রওনা দিয়েছে বেশ কিছু কৃত্রিম উপগ্রহ। তার মধ্যে বেশিভাগটাই পাঠিয়েছে নাসা। সেই কৃত্রিম উপগ্রহগুলি তাদের কাজ করছে নিরলস। একের পর এক ছবি ও তথ্য পাঠাচ্ছে তারা। যা দেখে নিত্য নতুন তথ্য উন্মোচিক হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীদের কাছে। এবার সেই রকমই কিছু রঙিন ছবি প্রকাশ করল নাসা। সংস্থার অফিশিয়াল টুইটার পেজে সেগুলি প্রকাশ করেছে তারা। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল লাল গ্রহের সেই সব ছবি।

বছর পনেরো আগে নাসা মঙ্গলের দিকে Mars Reconnaissance Orbiter নামের একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল। এই উপগ্রহের কাজ ছিল মঙ্গলের জলবায়ু, আবহাওয়া, ভূ-পৃষ্ঠে কোনও জলের অস্তিত্ব রয়েছে কিনা, খনিজ ও অন্যান্য তথ্য নাসাকে পাঠানো। ১৫ বছর ধরে নিজের সেই কাজ সুষ্ঠভাবেই করছে সে। পাঠিয়েছে একাধিক ছবি ও গুচ্ছ গুচ্ছ তথ্য। সেই ছবি নিয়ে গবেষণা এগিয়ে নিয়ে গিয়েছে নাসা। এই উপগ্রহের পাঠানো ছবি সাড়া ফেলে দিয়েছে বিজ্ঞানীমহলে। নাসা তো বটেই বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীরাও সেই ছবি দেখে মোহিত। তবে লাল গ্রহে সত্যিই জলের অস্বিত্ব রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। 

এই অরবিটারের মধ্যে তিনটি ক্যামেরা আটকানো রয়েছে। সেই তিনটি ক্যামেরার প্রতিটি দিয়েই অনবরত উঠছে মঙ্গলের ছবি। যাদের মধ্যে একটি হল হাইরাইজ (HiRISE)।  এই যন্ত্রটির সাহায্যে কোনও কিছুর ছবি প্রয়োজনমতো জুম করে তোলা যায়। মঙ্গলের অনেক ছবিই এই যন্ত্রের সাহায্য তোলা। গ্রহের মধ্যে অবস্থিত বহু প্রাকৃতিক পরিস্থিতি ও পরিবর্তনের ছবি তুলেছে সেটি।

এই অরবিটরের সাহায্য শুধু মঙ্গলের ছবি তোলা যায়, তা নয়। এটি নিজেকে উল্টো করে পৃথিবী ও মঙ্গলের প্রাকৃতিক উপগ্রহ ফোবোসের ছবিও তুলতে সক্ষম। এখনও পর্যন্ত এই হাইরাইজ যন্ত্র সাহায্যে প্রায় ৬৯ লক্ষ ছবি পেয়েছে নাসা। এগুলি সাধারণ মানুষও দেখতে পাবে। নাসা ও অ্যাআরিজোনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেই সুযোগ এনে দিয়েছে। তবে তার জন্য uahirise.org -এই ওয়েবসাইটে যেতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =