ভারী বর্ষণে ভাসছে বাণিজ্য নগরী, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় জারি রেড অ্যালার্ট

ভারী বর্ষণে ভাসছে বাণিজ্য নগরী, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় জারি রেড অ্যালার্ট

মুম্বই: দেশে মৌসুমী বায়ু প্রবেশ করতে না করতেই একাধিক রাজ্যে শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। আর তার জেরেই ভাসছে দেশের একাধিক রাজ্য। উত্তর-পূর্বের রাজ্য অসম, এবং দক্ষিণের রাজ্য কর্ণাটকের পরে এবার জল যন্ত্রণায় নাকাল মুম্বাইবাসীরা। প্রসঙ্গ চলতি সপ্তাহের শুরু থেকেই মুম্বই, পুনেসহ মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। এর মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি বাণিজ্য নগরীর। জানা যাচ্ছে একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বইয়ের বহু এলাকা জলের তলায়। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং কাল অর্থাৎ শুক্র এবং শনিবার ফের মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ইতিমধ্যেই মুম্বই এবং তার আশেপাশে জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।

 আবহাওয়াবিদদের আশঙ্কা, চলতি সপ্তাহে যে হারে বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে এবং আগামীতেও যেভাবে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে মুম্বই, পুনেসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় তাতে যে কোনও পরিস্থিতিতে এই রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কয়েকদিনের একটানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহরের বহু এলাকা জলমগ্ন। মুম্বইয়ের তুলনামূলক নিচু এলাকাগুলিতে প্রায় বুক সমান জল। এর জেরে স্বাভাবিকভাবেই এই শহরের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বর্ষণের পূর্বাভাস জারি হওয়ার পরপরই  আগামী বেশ কয়েকদিন মুম্বইয়ের সমুদ্র সৈকতে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই পুরসভা।

উল্লেখ্য, বানভাসি বৃষ্টির কারণে দাদর, ওরলি, সি লিঙ্ক, সক্কর পঞ্চায়েত, হিন্দমাতা জংশনসহ মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন। এমন অনেক রাস্তা আছে যেখানে গাড়ির বদলে চলছে নৌকা। শহর ও শহরতলির বিভিন্ন অংশে এই চিত্র ধরা পড়ছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। কিন্তু গোটা বিষয়টি যে অত্যন্ত ঝুঁকির তা প্রমাণ করে থানের ঘটনা। জলমগ্ন রাস্তার গর্তে আটকে গিয়ে বুধবার সেখানে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। এদিকে রাস্তার পাশাপাশি একাধিক ট্রেন লাইনেও জল জমতে শুরু করেছে। ফলে দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বহু ট্রেন বাতিল করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =