নিউ ইয়র্ক: আর মাত্র এক মাস! সৌরমণ্ডলে প্রবেশের কয়েক লক্ষ বছর পর এই প্রথম পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে এক মহাজাগতিক আগন্তুক। আর এটাই হবে শেষবার৷ কারণ, সূর্যের প্রবল অভিকর্ষ বলের টানে সেই আগুন্তুক আত্মাহুতি দেবে বলেই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা৷ আর তা যদি নাও হয়, তবে এ বারের মতো সূর্যকে প্রদক্ষিণ করে ওই মহাজাগতিক আগন্তুক ফিরে যাবে তার নিজের স্থানে৷ যেখান থেকে বেরিয়ে সে এই সৌরমণ্ডল পরিক্রমা শুরু করেছিল। তার পর আর সে সৌর মণ্ডলে ফিরে আসবে না৷ চিরতরে থেকে যাবে আন্তর্নক্ষত্র মাধ্যমে (ইন্টারস্টেলার স্পেস)।
আরও পড়ুন- জলবায়ু পরিবর্তনে প্লাস্টিকের প্রভাব কতখানি?
জানেন এই মহাজাগতিক বস্তুটি কী? এটি আদতে একটি ধূমকেতু। কয়েক লক্ষ বছর ধরে সৌরমণ্ডল পরিক্রমা করলেও তা এতদিন জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসেনি৷ গত বছরের জুলাইয়ে প্রথম ধরা দেয় সে৷ এর গতিপথ পরীক্ষা করে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরমণ্ডলের চার পাশে গোলকের আকারে ঘিরে থাকা বরফের যে মহাসাম্রাজ্য রয়েছে, লক্ষ লক্ষ বছর আগে সেই ওরট ক্লাউড থেকে বেরিয়েই সৌরমণ্ডলে ঢুকে পড়েছিল এই মহাজাগতিক আগন্তুক৷ সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে লক্ষ বছর ধরে গোটা সৌরমণ্ডলই পরিক্রমা করেছে এই ধূমকেতু৷
এতদিন এটি লুকিয়ে ছিল সূর্যের পিছনে৷ সে কারণেই তা জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসেনি৷ গত বছর জুলাই মাসে যখন প্রমন এই আগুন্তুকের দেখা মেলে, কখন এটি ছিল বৃহস্পতির খুব কাছে৷ জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই ধূমকেতুটির নাম— ‘সি/২০২১-০৩’। এছাড়াও আরও একটি নাম রয়েছে এই ধূমকেতুটির৷ তা হল-‘প্যানস্টার্স’ ধূমকেতু। কারণ প্যানস্টার্স টেলিস্কোপেই প্রথম ধরা দিয়েছিল এই ধূমকেতুটি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>