বিতর্কের কেন্দ্রে অশোক স্তম্ভ! দেশের জাতীয় প্রতীক সম্পর্কে যে সকল তথ্য জানা জরুরি

বিতর্কের কেন্দ্রে অশোক স্তম্ভ! দেশের জাতীয় প্রতীক সম্পর্কে যে সকল তথ্য জানা জরুরি

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের জন্য নির্মিত অশোক স্তম্ভে সিংহরা শ্বদন্ত কেন? গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান সংসদ ভবনের অদূরে নির্মিত নয়া সংসদ ভবনের মাথায় বসতে চলেছে জাতীয় প্রতীকের আবরণ  উন্মোচন করার পর থেকেই এই প্রশ্নে জর্জরিত কেন্দ্রের সরকার৷ জাতীয় প্রতীক উন্মোচনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই মাথাচাড়া দেয় এই বিতর্ক৷  বিরোধীদের কথায়, সারনাথের মন্দিরে যে অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল, সেই সিংহটি অনেক সৌম্য এবং শান্ত স্বভাবের। সেই তুলনায় নতুন সংসদ ভবনের উপরের যে অশোক স্তম্ভটি বসতে চলেছে তা অনেক বেশি হিংস্র। এমনকী নয়া প্রতীকের সিংহকে মহত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে তুলনা করেছেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ৷ এখন জেনে নেওয়া যাক জাতীয় প্রতীক সম্পর্কিত কিছু তথ্য-

আরও পড়ুন- দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত! চাপে পড়ে যশবন্তের সঙ্গ ছাড়লেন উদ্ধবরাও

জাতীয় প্রতীক ঠিক কি?
জাতীয় প্রতীক হল ভারতের প্রজাতন্ত্রের পরিচায়ক৷ উত্তর প্রদেশের সারনাথে অবস্থিত অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়৷ 

এর আদর্শ কী?
ভারতের জাতীয় প্রতীকের আদর্শ হল সত্য একাই জয়ী৷  যা ‘সত্যমেব জয়তে’ হিসাবে পরিচিত। ‘সত্যমেব জয়তে’ লেখা হয়েছে পবিত্র হিন্দু গ্রন্থ বেদের সমাপ্তি অংশ মুন্ডক উপনিষদে৷ 

জাতীয় প্রতীকের গঠন- 

অশোক স্তম্ভের গঠন থ্রি-ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক৷  যেখানে বৃত্তাকারে একে অপরের পাশে রয়েছে চারটি সিংহের অবস্থান৷ এর ঠিক নিচেই রয়েছে একটি ধর্ম চক্র, একটি ষাঁড় ও একটি ঘোড়া ৷ প্রতিটি স্তম্ভ লম্বায় প্রায় ৪০ থেকে ৫০ ফিট৷ প্রত্যেকটির ওজন ৫০ টন ৷ 

জাতীয় প্রতীকে সবমিলিয়ে রয়েছে মোট ৭টি পশু ৷ ৪টি এশিয়াটিক লায়ন, একটি হাতি, একটি ষাঁড় ও একটি ঘোড়া ৷ সামনের দিক থেকে দেখলে অশোক চক্রের বাম দিকে রয়েছে একটি ছুটে চলা ঘোড়া এবং ডানদিকে রয়েছে একটি ষাঁড়। 

জাতীয় প্রতীকে থাকা পশুগুলির গুরুত্ব কী? 
অশোকের স্তম্ভের চারটি সিংহকে সাহস, শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক৷ এটি ভারতের গর্বের প্রতিনিধিত্ব করে।
হাতি বুদ্ধের সূচনা বা তার ধারণাকে বোঝায়। অশোক স্তম্ভের ষাঁড়টি হল বৌদ্ধধর্মের রাশিচক্রের চিহ্ন৷ এটি ঘোড়া হল সেই পশু যাতে চেপে বুদ্ধ তাঁর দুর্গ ত্যাগ করেছিলেন।

সিংহ জ্ঞানার্জনের নির্দেশক। ষাঁড়টি কঠোর পরিশ্রম এবং অবিচলতার প্রতিনিধিত্ব করে, আর ঘোড়াটি আনুগত্য, গতি এবং শক্তির প্রতীক ৷

দেশের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং যাবতীয় সরকারি লেটারহেডের অফিসিয়াল সিল হল আমাদের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ ৷ যে সকল ভবনে এটি দেখা যায় সেগুলি হল-

* রাষ্ট্রপতি ভবন
* সংসদ ভবন
* সুপ্রিম কোর্ট
* কেন্দ্রীয় সচিবালয় ভবন
* রাজভবন বা রাজ নিবাস
* রাজ্য বিধানসভা
* হাই কোর্ট
*  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ভবন
* বিদেশে ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ
* বিদেশে ভারতীয় কনস্যুলেট ভবন
উল্লেখ্য, ভারত সরকার কর্তৃক গৃহীত জাতীয় প্রতীকে, শুধুমাত্র তিনটি সিংহ লক্ষণীয়, চতুর্থ সিংহটি পিছনে বসে থাকায় দৃষ্টিগোচর হয়।