নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুজরাট হিংসা মামলা নিয়ে পুনরায় তদন্ত করার আর্জি জানিয়েছিলেন সমাজকর্মী তিস্তা শেতালভাদ। কিন্তু সেই আর্জি জানানোর পরদিনই গ্রেফতার করা হয় তাঁকে। সেই গ্রেফতারি নিয়ে ব্যাপক বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। বিরোধীরা সরব হয়েছিল কেন্দ্রের বিরুদ্ধে। এবার এই মামলায় বড় দাবি করল তদন্তকারী দল। জানান হয়েছে, কেন্দ্রের সরকার ফেলার জন্য কংগ্রেসের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন তিস্তা।
আরও পড়ুন: ভাটপাড়া-আসানসোলে ফের চলল গুলি, হল মৃত্যুও
আমেদাবাদের দায়রা আদালতে তিস্তার বিরুদ্ধে হলফনামা পেশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০০২ সালের গুজরাট হিংসার পর রাজ্যের বিজেপি সরকারকে ফেলতে প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল তিস্তাকে প্রায় ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন। টাকা নিয়ে সেই কাজই করছিলেন এই সমাজকর্মী। পাশাপাশি এও দাবি করা হয়েছে, সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকা দল কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন তিস্তা। গুজরাটের বিজেপি সরকারকে আসনচ্যুত করতে কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে কাজ করছিলেন তিনি। এখানেই দাবি শেষ নয়। তদন্তকারীরা আরও উল্লেখ করেছেন, কংগ্রেসের কাছে তাঁকে রাজ্যসভার সাংসদ করার অনুরোধও জানিয়েছিলেন তিস্তা।
এর আগে তিস্তা শেতালভাদকে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছিলেন, গুজরাট হিংসা নিয়ে রায়ের কপি তিনি ভালো করেই পড়েছেন এবং সেখানে স্পষ্ট করে তিস্তা শেতালভাদের নাম উল্লেখ করা হয়েছে। এমনকি তাই এও দাবি ছিল, নিজের স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে তিস্তা পুলিশকেও ভুল তথ্য দিয়েছিলেন।