নয়াদিল্লি: আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই সরকার পক্ষ এবং বিরোধীপক্ষ দুই শিবিরই নিজের নিজের প্রার্থীর নাম প্রকাশ করেছেন। এনডিএর তরফ থেকে ঘোষণা করা হয়েছে দ্রৌপদী মুর্মুর নাম এবং বিরোধী শিবিরের প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এবং অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। কিন্তু অনুমান করা হচ্ছে, দেশ পেতে চলেছে দ্বিতীয় মহিলা এবং প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। কারণ ভোটের আগে থেকেই ভালো জায়গায় রয়েছেন দ্রৌপদী। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং খোদ পদ প্রার্থী যশবন্ত সিনহা এই ভোট নিয়ে কৌতুহলী মন্তব্য করেছিলেন। এখন আবার বড় ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত
শনিবার আপের তরফে জানানো হয়েছে, যশবন্ত সিনহাকেই সমর্থন করবে তারা। এদিন দলের সাংসদ সঞ্জয় সিং ঘোষণা করেন, “আমরা দ্রৌপদী মুর্মুকে সম্মান করি কিন্তু আম আদমি পার্টি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিরোধী শিবিরের প্রার্থীকেই দেব।” একাধিক বিরোধী দলের মধ্যে আম আদমি পার্টি অন্যতম যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি তারা পঞ্জাবে সরকার গঠন করেও সাড়া ফেলেছে। এই পরিস্থিতি রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোট বিজেপির বিরুদ্ধে বিরোধীদের লড়াইকে আরও শক্ত করবে বলা যায়। তবে শিবসেনা আবার এনডিএ প্রার্থীকেই সমর্থন করবে বলে জানিয়েছে।
দিন কয়েক আগেই ঘরোয়া কোন্দলে বিধায়কদের হারিয়ে মুখ্যমন্ত্রীর গদি ছাড়তে হয়েছে উদ্ধব ঠাকরেকে। এমতাবস্থায় সাংসদদের চটানো কোনও মতেই সম্ভব নয়। তাই শেষমেশ চাপের কাছে নতি স্বীকার করে বিরোধী এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন শিবসেনা প্রধান। ফলে লড়াইয়ে আরও কিছুটা পিছিয়ে পড়লেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা তা বলাই যায়।