ধার: মধ্যপ্রদেশের ধার জেলায় স্রোতস্বিনী নর্মদা নদীতে উল্টে পড়ল মহারাষ্ট্র সরকারের একটি যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ওই বাসে থাকা ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৫ জনকে। জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্থ ঐ বাসটি মহারাষ্ট্র সরকারের। প্রায় ৬০ জন যাত্রীকে নিয়ে বাসটি মহারাষ্ট্রের পুনে থেকে মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর যাচ্ছিল বলে খবর। কিন্তু হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যপ্রদেশের ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতু ব্রিজের রেলিং ভেঙে মাঝনদীতে পড়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, একটানা বৃষ্টিতে এই মুহূর্তে সব রাস্তাই পিচ্ছিল হয়ে রয়েছে। সেই কারণেই বাসের চাকা পিছলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে খবর। ফলে এই দুর্ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
অন্যদিকে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘জেলা প্রশাসনের একটি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এছাড়া ধার জেলার প্রশাসনের সঙ্গে আমি সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য আমি শোকাহত।’
অন্যদিকে উদ্ধারকারী সদস্যরা জানাচ্ছেন, এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে উদ্ধারকাজ চালাতেও অসুবিধা হচ্ছে। তাদের আশঙ্কা এই দুর্ঘটনায় অনেক যাত্রীই নদীর স্রোতে ভেসে গিয়েছেন। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কিন্তু আগামীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আশঙ্কা এমনটাই।