‘জঙ্গল রাজের যুবরাজ’ তেজস্বী! বিহারে ‘বিকাশ-রাজ’ গড়তে চান মোদী!

‘জঙ্গল রাজের যুবরাজ’ তেজস্বী! বিহারে ‘বিকাশ-রাজ’ গড়তে চান মোদী!

মুজফফরপুর:  বিহারের রাজ্যপাট সুরক্ষিত রাখতে  ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার মুজফফরপুরে জনসভা থেকে নিশানা করলেন বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে৷ বিহারের মানুষকে আরও একবার স্মরণ করালেন তাঁর বাবা লালু প্রসাদ যাদব ও মা রাবরি দেবীর জমানায় জঙ্গলরাজের কথা৷ আরজেডি জমানাকে রাজ্যের ইতিহাসে কালো অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি৷    

আরও পড়ুন- লালু ছাড়া প্রথম ভোট বিহারে! ক্ষমতা দখলের নীতীশ লড়াইয়ে তেজস্বী কাঁটা!

মহাগাটবন্ধন জোটের সদস্য আরজেডি-র ৩১ বছরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের দিকে এদিন সরাসরি আঙুল তোলেন নমো৷ তাঁকে ‘জঙ্গলরাজের রাজকুমার’ বলেও তোপ দাগেন তিনি৷ মোদী বলেন, ‘‘ওঁদের ট্র্যাক রেকর্ড দেখার পর বিহারের মানুষ জঙ্গলরাজের যুবরাজের কাছে কোনও প্রত্যাশা রাখে না৷’’ তাঁর কথায় “আমি তাঁদের ট্র্যাক রেকর্ড দেখেছি৷ এর ভিত্তিতেই কথাগুলো বলছি৷  তবে আপনারা আমার চেয়েও অনেক ভাল জানেন৷” 

রাজ্যের মানুষকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গলরাজ’ ফিরে এলে রাজ্যে দ্বিগুণ খারাপ পরিস্থিতি তৈরি হবে৷ তাঁর আবেদন এই বিধানসভা ভোটে মানুষের কাছে আরও একবার এনডিএ জোটকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে৷ যাদের হাত ধরেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছে বিহার৷  

আরও পড়ুন- মুখে বিজেপির প্রতীক নিয়ে ভোট কেন্দ্রে নীতীশ-মন্ত্রী, বিধি ভঙ্গের অভিযোগ

বর্তমানে জেলে রয়েছে লালু প্রসাদ যাদব৷ পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত তিনি৷ তেজস্বী যাদব তাঁর রাজনৈতিক উত্তরসুরী৷ ২০১৮ থেকে দলের দায়িত্ব ভার রয়েছে তাঁর হাতেই৷ ক্ষমতায় এলে রাজ্যে ১০ লক্ষ কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী৷ এদিন তাঁর কথার পরিপ্রেক্ষিতে নমো বলেন, ‘‘আরজেডি ক্ষমতায় এলে সরকারি চাকরির কথা ভুলেই যান৷ এমনকী যে সকল বেসরকারি সংস্থা চাকরি দিত, তারাও দরজায় তালা ঝুলিয়ে পালাবে৷’’ প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে বিহারের বিধানসভা ভোট৷ পরের দুটি ভোট হবে ৩ এবং ৭ তারিখ৷ ভোটের ফল বেরবে ১০ নভেম্বর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 9 =